বাংলা হান্ট ডেস্কঃ বিখ্যাত গায়ক আদনান সামি (Adnan Sami) ভারত সরকার দ্বারা পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার নিয়ে ওঠা প্রশ্নের প্রতিক্রিয়া দেন। আদনান সামি বলেন, যারা আমার পদ্মশ্রী পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন করছে, তাঁরা নিজেদের হতাশা দূর করার জন্যই এমন করছে।
আদনান সামি বলেন, ‘ যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন তাঁরাও আমাকে একটা পুরস্কার দিয়েছিল। তখন আমি একজন পাকিস্তানি নাগরিক ছিলাম। এবার মোদী সরকার আমাকে পুরস্কার দিয়েছে, আর সেই নিয়ে প্রশ্ন উঠছে। আমি এখানে সবাইকেই ভালোবাসি। আর সেটা নিয়ে কোন রাজনীতি নেই।” সামি বলেন, ‘যারা এরমধ্যে রাজনীতি কছে, তাঁদের অ্যাজেন্ডা অন্য কিছু। তাঁদের রাজনীতি করার জন্য শুধু একটা ইস্যু চাই, কিন্তু আমি এসবের পরোয়া করিনা।”
আদনান সামি বলেন, ‘আমি খুব খুশি আর সন্মানিত বোধ করছি, কারণ আমাকে একটি বড় সন্মান দিয়ে সন্মানিত করা হয়েছে। আমি, আমার সঙ্গিতকে ভালোবাসা মানুষদের ধন্যবাদ জানাই। আর এর সাথে সাথে আমি ভারত সরকারকেও ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার জন্য গর্বের।”
উল্লেখ্য, কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল আদনান সামিকে পদ্মশ্রী দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। উনি বলেন, ‘এমন কি করে হল যে, কার্গিল যুদ্ধে লড়াই করা সৈনিক সানাউল্লাহকে অনুপ্রবেশকারী ঘোষণা করা হল, আর আদনান সামিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হল।” উনি বলেন, আদনান সামির বাবা পাকিস্তানের বায়ুসেনা ছিল আর ভারতের বিরুদ্ধে বোমাবাজি করেছিল। আর ভারতের সৈনিক এবং ভারত মাতার সন্তান সানাউল্লাহ, যিনি পাকিস্তানের বিরুদ্ধে কার্গিলের যুদ্ধ লড়েছিলেন, ওনাকে এনআরসি ইস্যুতে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।”