ধর্মেন্দ্রর থেকেও বেশি সুপুরুষ ববি দেওলের ছেলে! প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: ধর্মেন্দ্র যে অত্যন্ত সুপুরুষ তা সকলেই একবাক্যে স্বীকার করবেন। একটা সময় হিন্দি ছবির জগতে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তাঁর পৌরুষত্ব দেখে প্রেমে পড়েছেন খোদ ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীও। তখন থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। ধর্মেন্দ্র আগের পক্ষের ছেলে ববি ও সানি দেওলের হ্যান্ডসামনেস নিয়েও সন্দেহের অবকাশ নেই। কিন্তু ববির ছেলেও যে একই রকম হ্যান্ডসাম তা জানতেন না কেউই। এমনকি অনেকেই বলছেন ধর্মেন্দ্রর থেকেও সুপুরুষ দেখতে ববির ছেলেকে।

সম্প্রতি ছেলে আর্য্যমানের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ববি। ববি ও তানিয়া দেওলের ছেলে আর্য্যমান। গত বছরই ১৮ বছরে পা দিয়েছেন তিনি। উচ্চশিক্ষার জন্য মার্কিন মুলুকে রয়েছেন তিনি। ২০১৮ সালের আইফা অ্যাওয়ার্ড সেরিমনিতেই প্রথমবার পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন তিনি। এছাড়া ক্যামেরার সামনে তেমন আসতে পছন্দ করেন না আর্য্যমান।

https://www.instagram.com/p/B7zpOF8hXVL/?utm_source=ig_web_copy_link

সানি দেওলের ছেলে করণ দেওল ইতিমধ্যেই বলিউডে অভিষেক করে ফেলেছেন। এবার জল্পনা শোনা যাচ্ছে, করণের মতোই আর্য্যমানও কি খুব তাড়াতাড়িই বলিউডে পা রাখতে চলেছেন। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি ববি বা ধর্মেন্দ্র কেউই।

jpg 36

২৭ জানুয়ারি আর্য্যমানের জন্মদিন উপলক্ষে এই ছবিটি শেয়ার করেছেন ববি দেওল। তারপরেই তা ভাইরাল হয়ে যায়। প্রযোজক নিখিল দ্বিবেদী ছবিতে কমেন্ট করেন, “এই ছবিটা দেখার আগে ভাবতেও পারিনি যে ধর্মেন্দ্রর মতো বা ধর্মেন্দ্রর থেকেও বেশি সুপুরুষ কেউ আছে ভূভারতে।”

Niranjana Nag

সম্পর্কিত খবর