সলমনের পর এবার সিদ্ধার্থ শুক্লা, নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর জন্য গ্রেফতার বিগ বস প্রতিযোগী!

বাংলাহান্ট ডেস্ক:  গ্রেফতার হলেন সিদ্ধার্থ শুক্লা। ঠিক ধরেছেন, বিগ বস ১৩র প্রতিযোগী সিদ্ধার্থের কথাই বলা হচ্ছে। মুম্বইয়ের রাস্তায় নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর জন্য গ্রেফতার হতে হয় তাঁকে। কিন্তু তিনি তো এখন বিগ বসের ঘরে। তাহলে রাস্তায় গাড়ি চালানোর জন্য কীভাবে গ্রেফতার হলেন সিদ্ধার্থ!

পিছিয়ে আসুন আরও দুটো বছর। ২০১৮ সালের জুলাই মাসে এই ঘটনার সম্মুখীন  হন সিদ্ধার্থ। মুম্বইয়ের রাস্তায় বেলাগাম ভাবে গাড়ি চালানোর জন্য গ্রেফতার হন তিনি। পুলিসের সঙ্গে সিদ্ধার্থকে দেখে রাস্তায় ভিড় জমে যায়। সকলের সামনেই টানতে টানতে তাঁকে গাড়িতে তোলে পুলিস। পুলিসের গাড়িতে ওঠার সময় প্রতিরোধের চেষ্টাও করেন সিদ্ধার্থ। কিন্তু তাতে শেষপর্যন্ত কোনও লাভই হয়না।

https://youtu.be/2QlTmDMs1OE

দু বছর আগের এই ভিডিও সম্প্রতি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ায় এই ভিডিও এখন রীতিমতো ট্রেন্ডিং। বিগ বসের ঘরে তো এমনিতেই তর্ক বিতর্ক লেগেই রয়েছে সিদ্ধার্থকে নিয়ে। উপরন্তু এই ভিডিও যে নতুন করে আরও বিতর্ক সৃষ্টি করবে সেকথাই মনে করছেন নেটিজেনরা। তবে এই ঘটনা নতুন নয়। এর আগে বহু তারকাই নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর জন্য পুলিসি ঝামেলায় জড়িয়েছেন। এর মধ্যে অন্যতম নাম সলমনের খানের। তবে সিদ্ধার্থও যে এই তালিকায় রয়েছেন তা এই ভিডিওটি দেখার আগে অনেকেই জানতেন না।

Capture 3 1200x676 1

প্রসঙ্গত, এই মুহূর্তে বিগ বসের প্রতিযোগীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম সিদ্ধার্থ শুক্লা। কোনও না কোনও কারনে বিতর্ক লেগেই থাকে তাঁকে ঘিরে। অপর প্রতিযোগী রেশমি দেশাইয়ের সঙ্গে তাঁর বিতর্ক নিয়ে বেশ শোরগোল চলেছিল কিছুদিন। এবার আবার শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিদ্ধার্থ শুক্লা।

Niranjana Nag

সম্পর্কিত খবর