বাজেট ২০২০ঃ ১৫ লক্ষ কৃষকদের সৌর চালিত পাম্প দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Union Budget 2020 Nirmala Sitharaman Live Update: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট পেশ করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর একটি কবিটা পড়ে শোনান সবাইকে।

84004027 1096102967400894 8492633228895584256 n

দীনদয়ালের কাশ্মীর নিয়ে লেখা কবিতাটা অনেকটা এমন ‘আমাদের দেশ কাশ্মীরের শালিমার বাগানের মতো, আমাদের দেশ ডাল লেকে ফোটা পদ্মের মতো, যুব সমাজের গরম রক্তের মতো, আমার দেশ-তোমার দেশ বিশ্বে সবথেকে সুন্দর দেশ।

একনজরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে কিছু ঘোষণাঃ

  • আমাদের সরকার ওডিএফ প্লাসের প্রতি প্রতিবদ্ধ।
  • ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত জেলায় ঔষধি কেন্দ্রের বিস্তার করা হবে।
  • স্বাস্থ ক্ষেত্রের জন্য ৬৯ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য।
  • স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার সাহায্য।
  • জন জীবন মিশনের জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার সাহায্য।
  • সৌরপাম্প বসাতে সাহায্য করবে সরকার। তৈরি করা হবে আরও হিমঘর। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা (MUDRA) ও নাবার্ড (NABARD)
  • কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল
  • কৃষকদের উন্নয়নে ১৬ দফা যোজনা
  • ১৫ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়া হবে।
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর