বাংলা হান্ট ডেস্কঃ সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । মোদি সরকারের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম পূর্ণীঙ্গ বাজেট পেশ । ইতিমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি কিংবা শিল্প নিয়ে অনেক কিছুই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । রেল বাজেটের বিষয়েও এবার এক গুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি ।
২০১৭ থেকে সাধারণ বাজেটের সঙ্গে একই দিনমে একসঙ্গে রেল বাজেটও ঘোষণা করা হয় । অর্থমন্ত্রীর দাবি, যাচ্রী সাধারণের কথা ভেবেই রেল বাজেট করা হয়েছে । রেলের পরিষেবা আরও উন্নত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য সেভাবেই বাজেট করা হয়েছে ।
- রেল স্টেশনে সোলার প্যানেল ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে ।
- যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য আরও বেশি সংখ্যক তেজস চালু করার পরিকল্পনা রয়েছে ।
- আগামী কয়েক বছরে মুম্বই-আহমেদাবাদ রুটে গ্রুত গতির ট্রেন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ।
- আগামীদিনে ভারতে চারটি পিপিপি মডেলের রে স্টেশন বানাবে সরকার ।
- রেলের খালি পরিত্যাক্ত জমিতে সৌরবিদ্যুত্ প্রকল্প গড়া হবে ।
এগুলো ছাড়াও রেলের বেশ কিছু নতুন প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছে মোদি সরকার
১. ২৭,০০০ কোটি রেলপথের বৈদ্যুতিকরণ করা হবে ।
২. পিপিপি মডেলের রেল স্টেশন হবে চারটি, তার জন্য বরাদ্দ কয়েক কোটি টাকা
৩. রেল সহ দেশের অন্যান্য পরিবহন পরিকাঠামোর উন্নয়নের জন্য বরাদ্দ১.৭ লক্ষ কোটি টাকা
তবে বাংলার জন্য বিশেষ কিছু বরাদ্দ হয়নি বলেই জানা গেল । এক্সপ্রেস ট্রেনের সংখ্যা কিছু রুটে বাড়ানো হচ্ছে । এদিকে আগেই বাড়ানো হয়েছে এক্সপ্রেস ও মেল ট্রেনের যাত্রীপিছু ভাড়া । লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত রয়েছে ।