ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর: সকলের চাকরির জন্য বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমন

বাংলাহান্ট ডেস্কঃ দেশে বেকারত্ব চরমে, গত ৪৫ বছরে এমন বেকারত্ব দেশে দেখা যায়নি বলেই মত বিশেষজ্ঞদের। বেকারত্ব জট কাটাতে কেন্দ্রীয় সরকার আগেই স্কিল ইন্ডিয়া প্রকল্পের ঘোষনা করেছিলেন। এবার ২০২০ সালের বাজেটে স্কিল ইন্ডিয়া প্রকল্পে দেশের যুব সম্প্রদায়ের বাড়ানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বরাদ্দ করল ৩ হাজার কোটি টাকা।

তিনি জানিয়েছেন শিক্ষক, প্যারামেডিক্যাল স্টাফ ও নার্সদের বিপুল চাহিদা থাকলেও শুধু মাত্র স্কিল না থাকার কারনে দেশের একটা বড় অংশ বেকার। তাই সরকার স্কিল উন্নয়নের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ  করেছে। তিনি আরো জানিয়েছেন এবার থেকে সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্র-ছাত্রীদের স্থানীয় সরকারি কার্যালয়গুলিতে ইন্টার্নশিপ করতে পারবে।

b44ce8a6 44c1 11ea bfa0 35d85fc987f6

নতুন শিক্ষানীতির কথা উল্লেখ করে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই স্টাডি ইন্ডিয়া প্রকল্প আনতে চলেছে দেশে। এই স্টাডি ইন্ডিয়া প্রকল্প এর আওতায় গরিব পড়ুয়ারা অনলাইন ডিগ্রি কোর্সের সুবিধা পাবে। দেশের ১৫০টি বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্স  চালু করার কথাও জানান

নির্মলা আরো জানিয়েছেন, জিএসটি-র জন্য দেশে করদাতা বেড়েছে । নতুন প্রায় ৬০ লক্ষ করদাতা তৈরি হয়েছে । জিএসটি-র ফলে কর ব্যবস্থাও অনেকটা সরল হয়েছে । এদিন সংসদে দাঁড়িয়ে খাতা খুলে নথি পড়ার শুরুর আগে প্রথমেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন নির্মলা । ২০২০-২১ অর্থবর্ষের জন্য বাজেট এমনভাবে হবে যা ‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ে তুলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।  অর্থনীতির বুনিয়াদ আরো মজবুত করার জন্য উদ্যোগী ভারত সরকার ।

সম্পর্কিত খবর