বাংলা হান্ট ডেস্কঃ বাজেট ২০২০ পেশ হতেই গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে । মোদি সরকাররের দ্বিতীয় বাজেটের সমালোচনা নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । কংগ্রেস সহ একাধিক বিরোধী দলগুলি সকাল থেকেই বাজেট সংক্রান্ত একের পর এক আক্রমণ করে চলেছে মোদি সরকারকে ।
এদিকে বাজেট অধিবেশন শেষ হতেই নির্মলা সীতারামণের বিরুদ্ধে আক্রমণ শাণালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে বললেন, সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় ভাষণ ছিল এটাই ।নির্মলার গালভরা গল্প, কাজের বেলায় কিছুই নেই!
যে ইস্যু এই মুহুর্তে দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা তা হল বেকারত্ব, যুব সমাজের মুখের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও পরিকল্পনা শোনা গেল না বাজেটে, দাবি রাহুল গান্ধীর । এতের বোঝা যায়, সরকারের কথার জোড়ই আছে, কাজের কিছু নেই, এভাবেই রাহুল কটাক্ষ করেন মোদি সরকারকে ।প্রসঙ্গত, এদিন সকালে রণদীপ সুরজেওয়ালা ট্যুইট করেন মোদির উদ্দেশে । বিনিয়োগের হারের কমতি এবং জিডিপি যে তলানিতে পৌঁছেছে সে নিয়ে তোপ দাগেন কংগ্রেস নেতা ।
শিক্ষা, স্বাস্থ্যর দিকে মোদি সরকার নজর দিলেও, কর ব্যবস্থাতেও পরিবর্তন আনলেও দেশের অন্যতম বড় সমস্যার দিকে কোনও দৃষ্টিপাতই করা হয়নি বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । এবং আগামী দিনে যে প্রকল্পগুলি শুরুর প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোকেও গাল ভরা গল্প বলে তীব্র কটাক্ষ করেছেন সনিয়া পুত্র ।