২৭৯২ জন অ্যাপ্রেন্টিস নেবে রেল; কর্মস্থল এই বাংলায়

বাংলাহান্ট ডেস্কঃ রেলে চাকরি করতে চান?   ভারতীয় রেলে যারা চাকুরী খুঁজছেন তাদের জন্য ভারতীয় রেল নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। চাকরি হবে এই বাংলাতেই। ফিটার, ওয়েল্ডার, মেকানিক, মেকানিক, ব্ল্যাকস্মিথ, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, টার্নার, ওয়েল্ডার, পেইন্টার অ্যাপ্রেন্টিস হিসাবে ২৭৯২ জনকে নিয়োগ করতে চলেছে  রেল।  । সংরক্ষিতদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।

561559 railway 012917 770x433

ভারতীয় রেল ভারত তথা বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পাব্লিক সেক্ট গুলির অন্যতম। একই সাথে ভারতীয় রেল কর্মসংস্থানের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপুর্ণ। এটি সারা বিশ্বে কর্মসংস্থানের দিক থেকে অষ্টম। ২০১৬ সালের তথ্য অনুযায়ী 1.30 মিলিয়ন ভারতীয় এই পাব্লিক সেক্টরে কাজ করে।

 

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ  অ্যাপ্রেন্টিস (ফিটার, ওয়েল্ডার, মেকানিক, মেকানিক, ব্ল্যাকস্মিথ, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, টার্নার, ওয়েল্ডার, পেইন্টার )

বয়সসীমা: ১৩ মার্চ ২০২০ তারিখের হিসেবে ১৫ থেকে ২৩ বছর ।সংরক্ষিত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদ-২৭৯২( ৬৫৯টি শূন্যপদ হাওড়া ডিভিশনে, ৫২৬টি শূন্যপদে শিয়ালদা ডিভিশনে, ১০১টি শূন্যপদে মালদহ ডিভিশনে, ৪১২টি শূন্যপদে আসানসোল ডিভিশনে, ২০৬টি শূন্যপদে কাঁচড়াপাড়া ওয়ার্কশপে, ২০৪টি শূন্যপদে লিলুয়া ওয়ার্কশপে, ৬৮৪টি শূন্যপদে জামালপুর ওয়ার্কশপে)

যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ।

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ 100( সংরক্ষিত প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না)

নির্বাচনের পদ্ধতিঃ মাধ্যমিক যোগ্যতা অনুযায়ী নম্বরের ভিত্তিতে ৫০ শতাংশ ও ট্রেডের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ৫০ শতাংশ-সহ মোট ১০০ নম্বর ধরে মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে।

ওয়েবসাইটঃ www.rrccr.com

 

 

আবেদনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কিছু তথ্যঃ 

নতুন আবেদনকারীদের অবশ্যই  প্রথমে রেজিস্ট্রার করে নিতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এক্ষেত্রে আপনাকে জানাতে হবে আপনার প্রাথমিক তথ্য।
এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি দিন। এই তথ্যগুলি যত্ন করে কোথাও লিখে রাখুন। সংশ্লিষ্ট নথি আপলোড করুন।
ভবিষ্যতের ব্যবহারের জন্য  একটি প্রিন্ট আউট রাখতে পারেন।

 

 

সম্পর্কিত খবর