ভ্যালেন্টাইন্স ডেতে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি! জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ এবছর ২০২০ সালে চার বছর পরে  কলকাতায় ফেব্রুয়ারিতে তাপমাত্রা নামল ১২ ডিগ্রির কোঠায়। রৌদ্র ঝলমলে দিনে উত্তরের হিমেল হাওয়ায় এই ফেব্রুয়ারি মাসেও বেশ শীতের আমেজ অনুভব করা যাচ্ছে । আকাশ পরিষ্কার থাকায় এবং উত্তরে হাওয়ার দাপটে গত কয়েকদিনে তাপমাত্রা নেমে গেছে বেশ কয়েক ডিগ্রী । যদিও এই রেকর্ড শীতেও বৃষ্টি পিছু ছাড়ছে না। কিছু দিনের মধ্যেই বৃষ্টি হবে রাজ্যে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া আর অন্যদিকে বঙ্গোপসাগরের পূবালি গরম হাওয়ার সংঘাতে কাল থেকেই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টই হবে দক্ষিনের জেলা গুলিতেও।

যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হের ফের ঘটবে না।  রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা এবং ওড়িশা সংলগ্ন উপকুল এলাকায় বৃষ্টিপাতের সম্ভবনা বেশী । পরের দুই দিন অর্থাত্‍ বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিনবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

rainraj 22jan

দারজিলিং-এ বৃষ্টির সম্ভবনা থাকলেও বাকি জেলাগুলিতে সেই সম্ভবনা নেই । এদিকে পরিষ্কার আকাশ থাকায় এবং কনকনে উত্তরের হাওয়ার দাপট থাকায় গত ২৪ ঘণ্টায় বেশ ভালই শীতের আমেজ অনুভব করা যাবে উত্তর বঙ্গে । আবহাওয়াবিদরা জানাচ্ছেন সম্প্রতি কয়েক বছরের মধ্যে শীত এতটা দীর্ঘস্থায়ী হয় নি । এদিকে পূবালী হাওয়া আর পশ্চিমী ঝঞ্জার জেরে উত্তরের হাওয়া ঢুকতে বাঁধা পাবে । ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভবনা বেশী থাকবে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৭ ডিগ্রি  সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা  সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮০ শতাংশ।

 


সম্পর্কিত খবর