বড় খবর: পুনম পান্ডে বিস্ফোরক অভিযোগ দাগলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে !

বাংলাহান্ট ডেস্ক: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মডেল পুনম পাণ্ডে। রাজের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তোলেন পুনম।

বম্বে হাই কোর্টে রাজ কুন্দ্রা ও তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। শুধু রাজ নন, পুনম অভিযোগ দায়ের করেছেন পুলিসের বিরুদ্ধেও। তিনি অভিযোগ করেন, রাজের নাম শুনে পুলিস প্রথমটা অভিযোগ নিতে চায়নি। তাই বাধ্য হয়ে পরে আদালতের দ্বারস্থ হন তিনি।

PoonamPandey74

বলিউড অভিনেত্রী শিল্পা মাঝে মাঝেই সংবাদ শিরোনামে থাকলেও স্বামী রাজ কুন্দ্রা খুব একটা মিডিয়ার সামনে আসেন না। তাহলে হঠাৎ তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের কারন কি? জানা গিয়েছে, পুনমের অভিযোগ মূলত রাজের সংস্থার বিরুদ্ধে। রাজের কোম্পানি আর্মসপ্রাইম মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। রাজের কোম্পানির সঙ্গে একটি নতুন অ্যাপের বিষয়ে চুক্তি হয়েছিল পুনমের। ঠিক হয়েছিল তাঁর নামেই ওই অ্যাপ চালু হবে। এর ফলে কোম্পানির যা লাভ হবে তার একটা অংশ চলে যাবে মডেলের নামে। কিন্তু পরে তিনি জানতে পারেন এই লভ্যাংশের চুক্তির মধ্যে একটা বড় গরমিল রয়েছে। এরপরেই রাজের কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে দেন পুনম।

কিন্তু তারপরেই শুরু হয় আসল সমস্যা। পুনমের ব্যক্তিগত ফোন নম্বরে সারাদিন ধরে একের পর এক ফোন আসতে থাকে। সেই সব ফোনে অশ্লীল প্রস্তাব দেওয়া হত বলে জানিয়েছেন তিনি। বিষয়টা নিয়ে পুলিসের দ্বারস্থ হন পুনম। কিন্তু তাঁর অভিযোগ রাজের নাম শুনে প্রথমটা অভিযোগ নিতে চায়নি পুলিস। সমস্যা থেকে মুক্তি পেতে তিন মাস দেশের বাইরেও ছিলেন পুনম। নিজের ব্যক্তিগত ফোন নম্বরও বদলে ফেলেছিলেন। কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি। এরপরেই উপায় না দেখে আদালতে রাজ তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তবে এই বিষয়ে রাজ বা শিল্পার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর