বিয়ে সেরে ফেললেন নেহা কক্কর ও আদিত্য নারায়ণ, ভাইরাল হল মালাবদলের ভিডিও

 

বাংলা হান্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গায়িকা নেহা কক্কর ও আদিত্য নারায়ণের প্রেমের খবরের গুঞ্জন শোনা যাচ্ছিল। বেশ মাখোমাখো হয়ে উঠেছিল আদিত্য নারায়ণের রসায়ন। শোনা যাচ্ছিল, আগামী 14 ই ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন নেহা ও আদিত্য। কিন্তু তার আগেই দমকলের ভিডিও ভাইরাল হলো আদিত্য ও নেহার।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই আদিত্য নারায়ণ ও গায়িকা নেহা কক্করের প্রেমের খবর শিরোনামে উঠেছিল।এমনকি উদিত নারায়ন ও তার স্ত্রী নেহাও আদিত্যের বিয়ে নিয়ে খুল্লামখুল্লা মন্তব্য করেছিলেন। তার আগেই বিয়ের ভিডিও ভাইরাল হলো নেহা ও আদিত্যের।

IMG 20200213 214642

নেহা ও অাদিত্যের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে রিয়েলিটি-শো ইন্ডিয়ান আইডলের স্টেজে অন্যান্য বিচারকের সামনেই হাতে মালা নিয়ে মালা বদল করতে প্রস্তুত নেহা আদিত্য। কিন্তু এটাই সত্যি সত্যি বিয়ে নাকি কোন স্ক্রিপ্ট সিন তা এখন পুরোপুরি ধোঁয়াশায়।

Udayan Biswas

সম্পর্কিত খবর