সানির প্রেমে পাগল বর্ষীয়ান অভিনেতা! চেয়ে বসলেন ব্যক্তিগত ফোন নম্বর

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে তারকা ফটোগ্রাফার ডাবু রত্নানির এই বছরের ক্যালেন্ডার। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে বিদ্যা বালান, ভূমি পেডনেকর, সানি লিওন বহু তারকাই ক্যামেরাবন্দি হয়েছেন ডাবু রত্নানির ক্যালেন্ডারের জন্য। এই ক্যালেন্ডার শুট ঘিরে প্রকাশ্যে এসেছে নানান গুঞ্জনও।

KabirBedi

জানা গিয়েছে, সানি লিওনের মোবাইল নম্বর চেয়ে বসেছেন অভিনেতা কবীর বেদী। ডাবু রত্নানির ক্যালেন্ডারের লঞ্চের অনুষ্ঠানে অন্যান্য তারকাদের সঙ্গে এসেছিলেন সানি লিওনও। এসেছিলেন কবীর বেদীও। সেখানেই বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কথোপকথন শুরু হয় বলিউডের বেবি ডলের। জানা গিয়েছে, সানি লিওনের সঙ্গে কুশল বিনিময় করতে করতে হঠাতই তাঁর ফোন নম্বর চেয়ে বসেন কবীর বেদী।

https://www.instagram.com/p/B8ttEbYByw-/?utm_source=ig_web_copy_link

তবে কবীর বেদী সানির ফোন নম্বর চাইলেও তা দিতে রাজি হননি অভিনেত্রী। বরং স্বামী ড্যানিয়েলের ফোন নম্বর দিয়ে দেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক গুঞ্জন শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এই ঘটনা আদৌ সত্যি নাকি মিথ্যে তা জানা যায়নি। নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন এই বিষয় নিয়ে। কেউ বলছেন, সানি একদম ঠিক কাজ করেছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন, এই পুরো বিষয়টাই নাকি গুজব ছাড়া আর কিছুই নয়।

sunnyleone 1569422632

প্রসঙ্গত, সম্প্রতি কবীর বেদীর নাতনি আলিয়া ফার্নান্ডেজ বলিউডে পা রেখেছেন। সইফ আলি খানের বিপরীতে প্রথম ছবি করছেন তিনি। ছবির নাম জওয়ানি জানেমন। সইফ ও আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন তব্বুও।

Niranjana Nag

সম্পর্কিত খবর