ভারতে ট্রাম্পের সফর নিয়ে চিন্তায় ইমরান খান, আন্তর্জাতিক স্তরে পাকিস্তান কোনঠাসা

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট (America) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আসছেন ভারত (India) সফরে। আগামী ২৪ সে ফেব্রুয়ারী আমেদাবাদে নির্মাণ হওয়া বিশ্বের সবথেকে বড়ো স্টেডিয়ামের উদ্ভোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানায় ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অনুষ্ঠানে যাওয়ার আগে প্রায় ১০ কিমি রাস্তা রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। এই নিয়ে প্রস্তুতি চলছে সর্বত্র। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ইমরান খান (Imran Khan)।

imran khan 2 1581940155

ভারত-আমেরিকার বন্ধুত্বে প্রথম থেকেই কুদৃষ্টি ছিল ইমরান খানের। এখন ট্রাম্পের এই ভারত ভ্রমণের বিষয়টা ইমরান খানের কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগছে। কাশ্মীর (Kashmir) প্রসঙ্গে ইমরান খান বহুবার ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তিনি যে কাশ্মীর বিষয়ে পাকিস্তানকে (Pakistan) বিন্দুমাত্র সাহায্য করবেন না, সেটা ভালোভাবে প্রমাণ করে দিছে তাঁর এই ভারত সফরের প্রস্তুতি।

আগামী ২৪ শে ফেব্রুয়ারী ট্রাম্প ভারতে আসতে চলেছেন। এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত থাকার সম্ভাবনা থাকবে। এই বিষয় নিয়ে সকলেই অপেক্ষায় রয়েছে। ট্রাম্পের এই ভারত সফর ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করে তুলবে বলে মনে করেছেন অনেকে। এতে করে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ কিছুটা হলেও কমে বলে আশা করা যায়।

স্টেডিয়াম উদ্ভোধোনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাম্পের এই ভারতে আসা নিয়ে নরেন্দ্র মোদী যেমন আধীর অপেক্ষায় রয়েছে, তেমনি ট্রাম্পও উন্মুখ হয়ে রয়েছেন। অপরপক্ষে পাকিস্তানের কাছে এই বিষয়টা গলায় কাটার মতো করে বিঁধছে। এরপর পাকিস্তানকে আর কাশ্মীর বিষয়ে যে কোন সাহায্য করবেন না মার্কিন প্রেসিডেন্ট, সেটা খুব ভালো করেই বুঝে গেছেন ইমরান খান। ট্রাম্পের এই ভারত সফর ক্রমাগত চিন্তার বিষয় দাঁড়াচ্ছে ইমরানের কাছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর