সবরমতী আশ্রমের দর্শনার্থী খাতায় ট্রাম্প লিখে দিলেন এমন কথা, খুশিতে মাতলেন নরেন্দ্র মোদী

বাংলাহান্ট ডেস্কঃ সবরমতী আশ্রমে (Sabarmati Ashram) পৌছলেন ট্রাম্প (Donald Trump)। স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমেই সেখানে পৌছলেন তিনি। তাঁকে আমন্ত্রণ জানানোর সবরকম ব্যবস্থা করা হয়। আশ্রমের দর্শনার্থী খাতায় ট্রাম্প লিখলেন, ”এই অসাধারণ ভ্রমণের জন্য আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ” (‘To my great friend Prime Minister Modi…Thank You, Wonderful Visit!’)

asram

গান্ধীজির (Gandhiji) বিখ্যাত ‘তিন বাঁদরের মূর্তি’র রেপ্লিকা দিয়ে সম্মানিত করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। সবরমতি আশ্রমে জুতো খুলে মেঝেতেই বসে পড়েছিলেন মোদি ও ট্রাম্প। এমনকি চালিয়েছিলেন গান্ধীজির চরখাও, সাথে ছিলেন প্রধানমন্ত্রী মোদী ও আমেরিকার ফার্স্ট লেডি। আশ্রম থেকে কিছুটা সময় কাটিয়ে তারপর মোতেরা স্টেডিয়ামের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের উদ্দ্যেশ্যে রওনা হবেন তিনি।

ইতিমধ্যেই বেলা ১১ টায় বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay) উপস্থিত হয়ে গেছেন এই অনুষ্ঠানে। আসার পথে ট্রাম্প বিমান থেকে নিজেই হিন্দিতে টুইট করে জানিয়েছিলেন, ” মাঝরাস্তায় রয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভারতে এসে সকলের সঙ্গে দেখা করব।” মার্কিন প্রেসিডেন্টের হিন্দি টুইটের উত্তরে মোদী লেখেন – ‘অতিথি দেব ভবঃ’।

বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয় নাচের অনুষ্ঠানের মাধ্যমে। চারিদিকে সতর্কতা জারী করা হয়েছে।  ট্রাম্পের আগমনে ভারত- আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যেই ট্রাম্পকে দেখতে ভীড় উপছে পড়েছে স্টেডিয়াম চত্বরে। আজকের কর্মসূচীর পর আগ্রায় তাজমহল দর্শনে যাবেন সস্ত্রীক ট্রাম্প। তাঁর জন্যও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

Smita Hari

সম্পর্কিত খবর