ভারতীয় ফুটবলে অভিনব উদ্দ্যোগ! এবার জাতীয় দল মুখোমুখি হবে আইলীগের সেরা ভারতীয় একাদশের।

এবার ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অভিনব উদ্যোগ নিলেন ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। তিনি জানিয়েছেন এবার জাতীয় দলের মুখোমুখি হবে আই লিগে খেলা সেরা একাদশ। যখন স্টিফেন কনস্ট্যানটাইম ভারতীয় ফুটবল দলের কোচ ছিলেন সেই সময় ভালো খেলার সত্ত্বেও আই লিগে খেলা ফুটবলারদের জন্য জাতীয় দলের দরজা খুলত না, বারেবারে তারা বঞ্চিত থেকে গিয়েছেন জাতীয় দলের খেলা থেকে। তবে বর্তমান ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ চান ভালোভালো ফুটবলাররা যাতে জাতীয় দলে সুযোগ পান, সেজন্য আই লিগের খেলা ভালো ভালো প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলের দরজা খুলে দেওয়ার জন্যই এই অভিনব উদ্যোগ নিতে চলেছেন তিনি।

জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ স্টেডিয়ামে বসে আই লিগের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন। সেই ম্যাচগুলোতে নজর কেড়েছে ভারতের বেশ কয়েকজন তরুণ ফুটবলাররা। তাদের মধ্যে রয়েছেন মোহনবাগানের সেখ সাহিল, শুভ ঘোষরাও। এমনকি শোনা যাচ্ছে আগামী 15 ই মার্চ যে ডার্বি রয়েছে সেই ডার্বি দেখতেও মাঠে উপস্থিত থাকতে পারেন জাতীয় দলের কোচ। আর সেই কারণেই ওনার এই সিদ্ধান্ত, জানা গিয়েছে আগামী 18 এপ্রিল হতে চলেছে এই ম্যাচটি যেখানে অংশগ্রহণ করবে আই লিগের সেরা একাদশ এবং ভারতের জাতীয় ফুটবল দল।

175307767f32c2910966e964318131252fd11a413

ফেডারেশন সূত্রে জানা গিয়েছে ইগর স্টিমাচের সহকারি কোচ ভেঙ্কটেশ যিনি বর্তমানে ইন্ডিয়ান অ্যারোজ দলের কোচিং করাচ্ছেন তিনি বেছে নেবেন আই লিগের সেরা একাদশ। কারণ ইন্ডিয়ান অ্যারোজ দলের কোচিং করানোর সুবাদে আইলিগের প্রত্যেকটা দলের খেলা তিনি খুব কাছ থেকে দেখেছেন তাই আই লিগে কোন কোন ফুটবলার নজর কেড়েছেন তিনি সব থেকে ভাল বলতে পারবেন জাতীয় দলের কোচ কে। এমনকি জানা গিয়েছে আই লিগের সেরা একাদশের কোচিং এর দায়িত্বেও থাকবেন ইন্ডিয়ান অ্যারোজের কোচ ভেঙ্কটেশ।


Udayan Biswas

সম্পর্কিত খবর