বিরাটকে জোর টক্কর অনুষ্কার, অবলীলায় তুলে নিলেন ৩০ কেজির বারবেল!

বাংলাহান্ট ডেস্ক: বিরাট ঘরনী অনুষ্কা শর্মার অভিনয় দক্ষতার কথা কে না জানেন? কিন্তু শুধুমাত্র যে অভিনয় দিয়েই বাড়িমাত করেন তিনি সেটা কিন্তু নয়। অভিনয়ের জন্য প্রতিদিন নিয়ম করে তারকাদের শরীরচর্চা করতে হয় সেকথা সকলেই জানেন। ব্যতিক্রম নন অনুষ্কাও। তবে হালকা কোনও শরীরচর্চা নয়, রীতিমতো ভারী ভারী বারবেল তুলে ওয়েট লিফটিং করেন তিনি। সম্প্রতি সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি অনুষ্কা শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে জিমের পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর সামনে একটি ৩০ কেজির বারবেল। অবলীলায় সেই ৩০ কেজির বারবেল তুলে নিতে দেখা গেল অনুষ্কাকে। কোনও রকম পরিশ্রম ছাড়াও দিব্যি শরীরচর্চা করছেন তিনি। ভিডিওটিতে অনুষ্কা লিখেছেন, ‘আমিও পারি ভাই’। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

virushkajpg

প্রসঙ্গত, এর আগে বিরাটকেও দেখা গিয়েছিল কঠোর পরিশ্রম করতে, ঘাম ঝড়াতে জিমে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই স্থানে পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে তাঁকে। এখনও তাঁর জিমে ঘাম ঝরানোর ভিডিও দেখলে কপালে ভাঁজ পড়ে বহু শক্তিশালী লোকজনের। কড়া ডায়েট ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেকে ফিট রাখেন বিরাট। একথা বহুবার নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। তাঁকে শরীরচর্চায় চ্যালেঞ্জ জানোনর আগে দুবার ভাবেন তাঁর নিজের সতীর্থরাই।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাঝে মাঝেই শরীরচর্চার ভিডিও শেয়ার করেন কোহলি। তেমনই আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে একটি বড় বাক্সর ওপরে এক লাফে উঠে পড়লেন বিরাট। কিন্তু এক মুহূর্তের জন্যও খোয়ালেন না নিজের ব্যালেন্স। এই ভিডিও দেখেই স্পষ্ট যে তাঁর ফিটনেস কতদূর। এবার অনুষ্কার শরীরচর্চার ভিডিও দেখে এটা বেশ স্পষ্ট যে তিনিও জোর টক্কর দিতে পারেন স্বামীকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর