CAA, NRC এর প্রভাব: ভারত ছেড়ে পলায়ন করছে হাজার হাজার রোহিঙ্গা

বাংলাহান্ট ডেস্কঃ মোদী (Narendra Modi) সরকারের এনআরসি (NRC) আর CAA-র ভয়ে বিপাকে পড়েছে রোহিঙ্গারা (Rohingya)। ভারত (India) ছেড়ে এখন তাঁদের উদ্দ্যেশ্য নেপাল (Nepal), তাইল্যান্ড (Thailand) বা ইন্দোনেশিয়ায় (Indonesia) গিয়ে নিজেদের আধিপত্য বিস্তার ঘটানো। তবে এই রোহিঙ্গাদের ভুয়ো নথিপত্র (Fake Documents) বানিয়ে বিদেশে পাড়ি দিতে সাহায্য করছে দেশীয় কিছু দালাল (Brokers)।

download 2 18

বিভিন্ন জায়গা মূলত বাংলাদেশ (Bangladesh) থেকে সীমান্ত পেরিয়ে শয়ে শয়ে অনুপ্রবেশকারী ভারতে এসে বসবাস করত। ভারতেরই কয়েকজন দালাল তাঁদের আশ্রয় দিত। তারপর ভুয়ো নথিপত্রের সাহায্যে তাঁদের আধার কার্ড (Aadhaar card), ভোটার কার্ড (Voter card), প্যান কার্ড (PAN card) বানিয়ে দেশের নাগরিকত্বের পরিচয় দিত। ১৪ থেকে ২১ হাজার টাকার প্যাকেজের বিনিময়ে অনুপ্রবেশকারীদের এই প্রমাণ পত্র দেওয়া হত। ধীরে ধীরে তাঁরাও এদেশের নাগরিক হয়ে উঠত। কিন্তু মোদী সরকারের প্রণয়ন করা আইন অনুসারে এই রোহিঙ্গারা আর ভারতে থাকতে পারবে না।

বিপাকে পড়ে তাই এখন রোহিঙ্গার ভারত ছেড়ে  নেপাল, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। কিন্তু এই রোহিঙ্গাদের এখনও অর্থের বিনিময়ে জাল প্রমাণ পত্র দিয়ে ভারতের নাগরিক হিসাবে বাইরের দেশে প্রমাণ করছে বহু দেশীয় দাদাল। তাঁরা রোহিঙ্গাদের ভারতের নাগরিক প্রমাণ করে, বিদেশে পাড়ি দিয়ে তাঁদের সাহায্য করছে। এবং বিদেশে গিয়ে ভারতের নাগরিকের পরিচয়ে কাজের ব্যবস্থা করে  দিচ্ছে।

গোয়েন্দা দফতর (Detective Office) এই দালাল চক্রের কয়েকজনকে ধরতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই কলকাতা (Kolkata) পুলিশের গোয়েন্দা দফতর তল্লাশি চালিয়ে উত্তর ২৪ পরগনা জেলার একাধিক দালালচক্রকে গ্রেপ্তার করে। এই দালালদের বেশিরভাগই ধরা পড়েছে শিয়ালদহ (Shealdah) অঞ্চল থেকে।

download 3 9

 

গোয়েন্দাদের দাবী, ‘আগে রোহিঙ্গারা এই রাজ্যে অনুপ্রবেশ করতে পারলেও জম্মু, দিল্লি (Delhi), হায়দরাবাদ, মুম্বইয়ে (Mumbai) গিয়ে বেনামে গা-ঢাকা দিয়ে থাকত। এই রোহিঙ্গাদের কাজে লাগিয়ে অনেক সময় সন্ত্রাসেরও চেষ্টা করেছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। কিন্তু CAA হওয়ার পর থেকে জাল পরিচয়পত্র নিয়ে ভারতে থাকার নিশ্চয়তা পাচ্ছে না রোহিঙ্গারা। তাই তারা এখন ভিন দেশে পাড়ি দেবার কথা ভাবছে’। এখন থেকে রোহিঙ্গাদের জাল পরিচয়পত্র বানানো বন্ধ করতে দালাল সিন্ডিকেটের উপর কড়া নজরদারি রাখতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর।

Smita Hari

সম্পর্কিত খবর