স্বপ্না চৌধুরীর গানে চটুল নাচ করলো সরকারি শিক্ষিকা, উড়ল ঝাঁক ঝাঁক টাকা ! দেখুন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলা হয় একটি শিশুর বিকাশের প্রথম ধাপই হল শিক্ষা। আর সেই শিক্ষার প্রধান অঙ্গ হল বিদ্যালয়। স্কুলে একটি শিশু যথাযথ শিক্ষা পায় যা তার আগামী জীবনে উন্নতির পথ প্রশস্ত করে। স্কুলে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, সামাজিক ও চারিত্রিক গঠনও মজবুত করা হয় শিক্ষার্থীর। তাকে মানুষের মতো মানুষ করে তোলা হয়। তাই বলা হয় শিক্ষক শিক্ষিকারাই হলেন মানুষের প্রথম গুরু।

ছোট থেকে একটি শিশুকে যা শেখানো হয় সে তাই শেখে। সেই কথাটা সর্বাগ্রে মাথায় রাখতে হয় শিক্ষক শিক্ষিকাদের। সঠিক শিক্ষার মাধ্যমেই শিশুর যথাযথ বিকাশ সম্ভব। তাই স্কুলের পরিবেশ হতে হয় শিক্ষা বান্ধব। কিন্তু শিক্ষক শিক্ষিকারাই যদি স্কুলে এমন আচরণ করেন তাহলে তার গভীর প্রভাব পড়তে পারে শিশু মনে। কিছুদিন আগেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে দেখা গিয়েছিল স্কুলের মধ্যেই এক শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুম্বনে রত স্কুলের প্রিন্সিপাল। এবার আবারও অভিযোগ উঠল আরও এক স্কুলের বিরুদ্ধে। জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর গানের সুরে উদ্দাম নাচ নাচতে দেখা গেল এক শিক্ষিকাকে।

৫৫৫৫৫৮৭৮৮

এই ঘটনা উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নারখি ব্লকের কুটুকপুর চানুরা গ্রামের গৌরীশংকর ডিগ্রি কলেজের। সেই কলেজের একটি ক্লাসরুমে এই নাচের আসর বসেছিল। যিনি নাচছিলেন তিনি ছাড়াও ক্লাসে উপস্থিত ছিলেন আরও শিক্ষিকারা। তাঁরা কেউ কেউ টাকা ছুঁড়ে দিয়েছেন নাচ দেখে। কেউ আবার ভিডিও শুট করেছেন। এই ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

https://youtu.be/YGmTOxxUDg0

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে নিষ্ঠার বিশেষ প্রশিক্ষণ নিতে একটি প্রোগ্রামে যোগ দিয়েছিলেন ১৫০ জন শিক্ষক শিক্ষিকা। পাঁচ দিন ব্যাপী এই প্রোগ্রামে সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ক্লাসরুমে বিরতির ফাঁকে নাচের আয়োজন করা হয়। সেখানেই বসে এই উদ্দাম নাচের আসর। জানা গিয়েছে, নৃত্যরত শিক্ষিকা ছাড়াও আর ৫ জন শিক্ষিকাকে বরখাস্ত করেছে ফিরোজাবাদের প্রাথমিক শিক্ষা আধিকারিক।

Niranjana Nag

সম্পর্কিত খবর