বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে নিঃসন্দেহে উঠে আসবে মালাইকা অরোরার নাম। তাঁকে ঘিরে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছে তেমনই বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। একটা সময় সলমন খানের দাদা আরবাজ খানের ঘরনী ছিলেন তিনি। তবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এখন অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে চলেছেন তাঁরা।
তবে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে মালাইকা অরোরার নাম। সে তাঁর পোশাকের পছন্দের জন্যই হোক বা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারনে। এই বয়সে এসেও স্বল্প পোশাক পরার জন্য মাঝে মাঝেই নেটিজেনদের আক্রমণের শিকার হন অভিনেত্রী। তবে সেই বিষয়ে এতদিন মুখ না খুললেও এবার সরব হতে দেখা গেল তাঁকে।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকা। একটি কোম্পানির হয়ে প্রোমোশন করতে দেখা গিয়েছে তাঁকে। সেই প্রোমোশনেই কথার ফাঁকে যাবতীয় সমালোচনার জবাব দিলেন মালাইকা। তাঁর কথায়, তিনি কী পরবেন না পরবেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যাপার। কে কী বলছে সেটা জরুরি নয়। আয়নায় নিজেকে দেখলে সবথেকে সুন্দরী নিজেকেই মনে হয় সেটাই সবথেকে বেশি জরুরি। নতুন পোশাক পরা নিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারে। কিন্তু তিনি কী পরবেন না পরবেন সেটা তিনিই ঠিক করবেন। ‘বেহেন কুছ ভি পেহেন’ এটাই মালাইকার কথা।
https://www.instagram.com/p/B9VyM4LBuo_/?utm_source=ig_embed
প্রসঙ্গত, এই ভিডিও শেয়ার হতে না হতেই ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ সমর্থন করেছেন মালাইকাকে। আবার অনেকে বলেছেন, এসবই প্রচার পাওয়ার কৌশল অভিনেত্রীর।