৬০ বছর বয়সে বিয়ে করলেন কংগ্রেসের নেতা

বাংলা হান্ট ডেস্কঃ বলা হয় জীবন কখন কোনদিকে ঝুঁকে যাবে বলা যায় না। আর এই কথার তাজা উদাহরণ হলেন কংগ্রেসের (Congress) নেতা মুকুল বাসনিক (Mukul Wasnik)। উনি জীবনের তিন ভাগ পার হয়ে এসে ৬০ বছর বয়সে বিয়ে করে তাক লাগিয়ে দিলেন। বাসনিক এর বিয়ের কথা রাজ্যস্থান কংগ্রেসের নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলোট ট্যুইট করে দেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট, কংগ্রেস নেতা মনিষ তিওয়ারি ট্যুইট করে নব দম্পতিকে শুভেচ্ছা জানান। বিয়ের অনুষ্ঠানে অশোক গেহলোট, মনিষ তিওয়ারি ছাড়াও আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, গুলাম নবী আজাদ এর মতো নেতারা উপস্থিত ছিলেন।

ট্যুইট করে মনিষ তিওয়ারি লেখেন, ‘নব দম্পতি মুকুল বাসনিক আর রবিনা খুরানাকে আমার আর আমার স্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমি এই দুজনের সাথে ওয়ার্ল্ড ফুড ফেস্টিভালে সাক্ষাৎ করেছিলাম। এই অনুষ্ঠান ১৯৮৪ সালে মস্কোতে হয়েছিল। আমি এই দুজনের জন্য অনেক অনেক খুশি।”

আপনাদের জানিয়ে দিই, গত বছর আচমকাই মুকুল বাসনিক চর্চায় উঠে এসেছিলেন। তখন ওনাকে রাজস্থান কংগ্রেসের সভাপতি বানানোর কথা চলছিল। একদা বাসনিক কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর