মাস্ক পড়লে বেড়ে যাবে করোনার আক্রমনের আশঙ্কা দাবি আমেরিকান বিজ্ঞানীদের

বাংলহান্ট ডেস্ক: করোনা(corona) যেন পিছু ছাড়ছে না। বেড়েই চলেছে আতঙ্ক। আর এই ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষজ্ঞরা মাস্ক পড়ার পরামর্শ দিয়েছিলেন। তাদের মতে, এই মাস্ক পড়লে অনেকটাই রেহাই পাওয়া যাবে এই ভাইরাস থেকে। কিন্তু সম্প্রতি, তারা গবেষণা করে দেখেছেন যে, এই মাস্ক থেকে পরলেই করোনা আশঙ্কা বেশি বলে দাবি করছে মার্কিন বিজ্ঞানীরা। হাত ধোওয়ার মতো সতর্কতা অবলম্বন করতেই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)।

 

7e1cfa37 969b 4217 97d3 b454443aa3d4 2

বিজ্ঞানীদের মতে, করোনায় যারা আক্রান্তরা আগে থাকতেই ডায়বেটিস, কিডনি বা অন্য কোনও জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাই করোনা থেকে বাঁচতে মাস্ক পরার থেকেও জরুরি পরিচ্ছন্ন থাকা।

এক ম্যাগাজিনে প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী, সংক্রমিত নন, এমন ব্যক্তি যদি মাস্ক পরেন তবে তাঁর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। কারণ, মাস্ক পরার পর হাঁচি-কাশি হলে জীবাণু ভিতরেই থেকে যায়। তাই ওই মার্কিন বিশেষজ্ঞদের পরামর্শ, অসুস্থ হলে তবেই মাস্ক পরুন, অন্যথা নয়।


সম্পর্কিত খবর