বিকিনি পরে জলে আগুন ছড়াচ্ছেন রকুল, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা! দেখুন ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক:  এতদিনে বলিউডে বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন অভিনেত্রী রকুল প্রীত সিং। প্রথমে দক্ষিণী ছবিতে কাজ করলেও এখন বলিউডের ছবিতেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। সেই দৌলতে তাঁর ফ্যান ফলোয়িংও বাড়ছে হু হু করে।

Rakulpreet

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় রকুল। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ১২.৮ মিলিয়ন ছুঁয়েছে। তবে কিছুদিন ধরে রকুলের একটি পুরোনো ছবি বেশ ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে। বেশ কিছুদিন আগে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছে সুইমিং পুলে জলক্রীড়ায় মেতেছেন তিনি।

https://www.instagram.com/p/B9dZLTvhgKv/

পরনে কালো বিকিনি, ভিজে চুলে একটি মস্ত ফ্লোটিং টিউবের ওপরে ভাসছেন রকুল। ক্যাপশনে লিখেছেন, “হাসি ছাড়া একটা দিন কাটানো মানে সেই দিনটা নষ্ট করা। তাই হাসুন ও হাসি ছড়িয়ে দিন।” ছবিটিতে এখন লাইকের সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।  বোঝাই যাচ্ছে, উইকেন্ডের মজা পুরোপুরি ভাবে লুটে নিচ্ছেন রকুল। বলা বাহুল্য নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। আবার অনেকে তাঁর উইকেন্ড কাটানোর ধরন দেখে ঈর্ষাও প্রকাশ করেছেন। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, সুইমিং পুলের জলে রীতিমতো আগুন লাগিয়ে দিচ্ছেন রকুল।

https://www.instagram.com/p/B7vKQuGB4hU/?utm_source=ig_embed

প্রসঙ্গত, বলিউডে রকুলের শেষ ছবি ২০১৯-এ ‘দে দে পেয়ার দে’ ও ‘মরজাওয়া’। এর মধ্যে দে দে পেয়ার দে ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অজয় দেবগণ। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। মরজাওয়া ছবিটিও সিনেপ্রেমীদের মনে ছাপ ফেলতে ব্যর্থ হয়। তবে দক্ষিণে বেশ জনপ্রিয় অভিনেত্রী রকুল প্রীত সিং। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি হিট ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর