রোশনের গালে লাল আবির লাগিয়ে হোলি পালন শ্রাবন্তীর, তুমুল ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক:  গতকাল ছিল দোল উৎসব। আজ হোলি। সাধারন মানুষ তো বটেই, তারকারাও বাদ যাননি রঙের উৎসব থেকে। বলিউড থেকে টলিউড সর্বত্রই উড়েছে আবির। রঙের জোয়ারে ভেসে গিয়েছেন সকলে। বিশেষ মানুষ হোক বা পরিবারের সদস্য সকলের সঙ্গেই রঙে খেলেছেন তারকারা। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ারও করে নিয়েছেন তাঁরা। এমনই একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। এই নিয়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বিয়ের পর এটাই তাঁর প্রথম হোলি। তাই স্বামী রোশন সিংয়ের সঙ্গে রঙ খেলবেন না সেটা কি হতে পারে?

download 90

নিজের ইনস্টা হ্যান্ডেলে দোল খেলার ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। সঙ্গে স্বামী রোশন সিং। ছবিতে দেখা যাচ্ছে, রোশনের গালে লাল আবির মাখিয়ে দিচ্ছেন অভিনেত্রী। তাঁর নিজের গালেও আবির। অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি হোলি’। একে অপরের দিকে বেশ ভালবাসার দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছেন দুজনে। বোঝাই যাচ্ছে যে বিয়ের পর প্রথম হোলি বেশ ভালই কাটিয়েছেন শ্রাবন্তী ও রোশন।

https://www.instagram.com/p/B88eObQhRln/

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ৫২ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে শ্রাবন্তী ও রোশনের ছবিতে। নেটিজেনরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের হোলির জন্য।

https://www.instagram.com/p/B9g64qlBW_8/

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। প্রসেনজিৎ চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি ও বনি সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশি একটি ছবিতেও অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তীকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর