সারা শরীরে রঙ, ভেজা পোশাকে নিকের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি গিয়েছে হোলি ও দোল উৎসব। রঙের খেলায় মেতেস উঠেছেন সকলে। সবার সঙ্গে তারকারাও রঙের উৎসব পালন করেছেন। কেউ কেউ পালন করেছেন নিজের জীবনের বিশেষ মানুষটির সঙ্গে। আবার কেউ কেউ পালন করেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। বলিউডের দেশি গার্ল এখন পাকাপাকি ভাবে আমেরিকার বাসিন্দা। কিন্তু এমন সময়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে পড়ে থাকবেন তার একেবারেই পক্ষপাতী নন প্রিয়াঙ্কা। তাই তো তল্পিতল্পা গুটিয়ে স্বামী নিককে নিয়ে ভারতে চলে এলেন তিনি। উদ্দেশ্য চুটিয়ে হোলি খেলা।

priyanka chopra nick jonas1

তা হোলি খেললেনও। সারা শরীরে রঙে মেখে জমিয়ে রঙ খেললেন পিগি চপস। নিকও কোনও অংশে কম যান না। সাদা টিশার্ট ও হাফ প্যান্টে নীল, সবুজ নানা রঙ মেখে ধরা দিলেন নিক জোনাস। অপরদিকে প্রিয়াঙ্কাকে দেখা গেল কালো হট প্যান্ট ও টিশার্টে। ভেজা পোশাক, ভেজা চুলেই নিকের সঙ্গে ক্যামেরার জন্য পোজ দিলেন তিনি। সেই ছবিই নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখলেন, ‘কিছুদিন ধরেই আমাদের জীবনে রঙের ছড়াছড়ি। এটা নিকের প্রথম হোলি। তাও আমাদের বাড়িতে। সকলে সাবধানে ও আনন্দের সঙ্গে রঙ খেলুন।’

https://www.instagram.com/p/B9i26Nep1ya/

৩০ লক্ষ লাইক ইতিমধ্যেই পড়ে গিয়েছে প্রিয়াঙ্কার ছবিতে। আমেরিকায় থাকলেও তিনি যে হোলি খেলার কথা ভুলে যাননি তার জন্য বাহবাও দিয়েছেন নেটিজেনরা। প্রচুর মন্তব্য পড়েছে প্রিয়াঙ্কার ছবিতে।

https://www.instagram.com/p/B9Zt2cEHhO9/

প্রসঙ্গত, এই মুহূর্তে একটি হলিউড ছবির কাজে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার মধ্যে নিককেও তাঁর মিউজিক অ্যালবামের কাজে সাহায্যও করতে দেখা যায় তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর