বাংলাহান্ট ডেস্কঃ ফের বৃষ্টির পূর্ভাবাস দিল আবহাওয়া দফতর (Weather Office)। বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। আবারও ভারী বর্ষা হওয়ার আশঙ্কা করা হচ্ছে রাজ্যে (West Bengal)।
পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে (Kashmir) ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে। এই নিম্নচাপ ধীরে ধীরে আরব সাগর ও পরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে প্রবল আকার ধারণ করবে। যার জেরে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বেশ কিছু জায়গায় আগাম বৃষ্টির জানান দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে (Malda) হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবূাদ ও নদিয়া (Nadia) জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শনি, রবি এবং সোমবার সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন নাও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং উত্তরবঙ্গেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ শহর কলকাতার (Kolkata) তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।