ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ধারাভাষ্যকর প্যানেল থেকে বাদ দিয়ে দিল সঞ্জয় মঞ্জরেকরকে। কিন্তু কেন তাকে হটাৎই সরিয়ে দেওয়া হল ধারাভাষ্যকর প্যানেল থেকে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্পষ্ট কারন জানানো হয় নি বোর্ডের তরফে। তবে বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন মঞ্জরেকরের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নয় তারা, সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হল। মনে করা হচ্ছে আইপিএলেও তাকে আর ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা যাবে না।
সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ধারাভাষ্য দিতে বসে মঞ্জরেকর যতটা না ধারাভাষ্য দিয়েছেন তার থেকে অনেক বেশি তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। এমনকি বিশ্বকাপের সেমি ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দেয় মঞ্জরেকর। তারপর সেমি ফাইনালে জাদেজা অবশ্য ভালো পারফরম্যান্স করে মঞ্জেরেকরকে জবাব দেন। কিন্তু বিশ্বকাপের সেমি ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য ভালো চোখে দেখেন নি বিসিসিআই।
এছাড়াও হষ ভোগলে নিয়েও মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন মঞ্জেরেকর। তিনি দাবি করেছিলেন ভোগলে পেশাদার ক্রিকেট খেলেন নি তাই ক্রিকেট সম্পর্কে তার ধারণা ভালো নয়। আর এই সব নানান ঘটনা বিসিসিআই খুব একটা ভালো চোখে দেখেন নি তাই হয়তো মঞ্জেরেকরকে ধারাভাষ্যকরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।