পাল্টে যাবে ভারতীয় সেনার ফায়ারিং এর কার্যক্ষমতা, আমেরিকার থেকে নিচ্ছে ৭২,৪০০ সিগ-রাইফেল

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় (India) সেনাবাহিনীকে (Soilders) আরও শক্তিশালী করে তুলতে ভারত সরকার এর নতুন পদক্ষেপ নিচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর ভারতীয় সেনাদের হাতে এসেছে এক আধুনিক অস্ত্র রাইফেল (Rifle)। এই রাইফেলের নাম সিগ-716। এই আধুনিক এবং উন্নতমানের রাইফেল ভারতের জন্য প্রস্তুত করে দিয়েছে আমেরিকা America)।

raifel

ভারতীয়দের সেনাবাহিনীর কাছে এই শক্তিশালী অস্ত্র চলে আসায় শত্রু পক্ষের মোকাবিলা করতে ভারত আরও এক পদক্ষেপ এগিয়ে গেল। এই রাইফেল আসার সাথে সাথেই ভারতীয় সেনাবাহিনী এই রাইফেলের প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছে। এই রাইফেলের বিষয়ে ভারত এবং আমেরিকার মধ্যে অনেক আগেই কথা বার্তা হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসেই এই বিষয়ে আলোচনা সেড়ে নেয় এই দুই দেশ। এর ফলে আমেরিকা থেকে ভারতীয় সেনাদের কাছে ৭২৪০০ রাইফেল আসে। যার মধ্যে এখনও অবধি ১০ হাজার রাইফেল ভারতীয় সেনার কাছে এসে পৌছেছে।

ভারত এবং আমেরিকার মধ্যে রাইফেল নিয়ে এই চুক্তি প্রায় ৭০০ কোটির টাকার বিনিময়ে আমেরিকার কোম্পানির মধ্যে করা হয়। এই চুক্তির অনুসারে এক বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে এই রাইফেল দেওয়া শুরু করার কথা বলা হয়েছিল। সেই চুক্তি অনুসারে আমেরিকা তাঁর প্রথম ক্ষেপ ভারতে পাঠাতে শুরুও করে দিয়েছে। এবং বাকী রাইফেল খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

download 2 26

এই ধরনের রাইফেলের বিশ্বের প্রায় এক ডজন দেশের পুলিশ এবং সেনাবাহিনী ব্যবহার করে থাকে। এই রাইফেলের প্রথম ক্ষেপ জম্মু-কাশ্মীরের উধামপুরের সেনাদের কাছে দেওয়া হয়েছে। প্রায় ৫০০ মিটার রেঞ্জ বিশিষ্ট এই রাইফেল অ্যান্টি টেরর অপারেশন এবং ফ্রন্ট লাইন সৈনিকদের কাছে দেওয়া হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি পাবে যখন তাদের কাছে ৭১১২০৩ আসল্ট রাইফেল থাকবে। এই ধরনের রাইফেল ভারত এবং রাশিয়ার (Russia) যৌথ উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর