বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জন্য টালমাতাল হয়ে রয়েছে সাধারণ মানুষের জনজীবন। করোনা ভাইরাস সবথেকে বেশি প্ৰভাব ফেলেছে ক্রীড়াক্ষেত্রে। করোনা আতঙ্কে বাতিল হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সফরও বাতিল হয়ে গিয়েছে। তাহলে এই বছরেই যে টিটোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেটা কি হবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে।
এরই মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়ে দিল নির্ধারিত সময়েই অর্থাৎ অক্টোবর মাসেই যাতে টিটোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত করা যায় সেই ব্যাপারে সমস্ত রকম পরিকল্পনা নেওয়া শুরু করে দিয়েছে তারা। এছাড়াও বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও জানিয়েছে নির্ধারিত সময়েই টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টস বলেছেন, আসা করছি এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে আগামী কয়েক মাসের মধ্যেই ফের সমস্ত ধরনের ক্রিকেট চালু হয়ে যাবে। এই ধরনের পরিস্থিতিতে এর আগে আমরা কখনো পড়িনি কিন্তু আমরা আশাবাদী যে অক্টোবর- নভেম্বর মাসে পুরুষদের যে টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটা আমরা স্বাভাবিক ভাবেই করতে পারবো।