করোনা আতঙ্কের মাঝেই হট অবতারে এসে ছবি পোস্ট করলেন সানি লিওন

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ‍্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি।
ইতিমধ‍্যেই লকডাউন ঘোষনা হয়ে গিয়েছে বেশ কিছু রাজ‍্যে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। স্কুল, কলেজ, অফিস কাছারির পাশাপাশি বন্ধ সিনেমা, সিরিয়ালের শুটিংও। ঝাঁপ পড়েছে বিনোদন জগতে। বলি থেকে টলি গৃহবন্দি সব তারকা। বাড়িতে থেকেই নানা কার্যকলাপের ছবি, ভিডিও শেয়ার করছেন তাঁরা। আপাতত বন্ধ ফটোশুট। তবে তাতে দমে যাওয়ার পাত্রী নন সানি লিওন। বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা পড়েছে তো কি হয়েছে গৃহবন্দি হয়েই ফটোশুট করেছেন তিনি।

Sunny Leone 4
সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সানি লিওন। ডেনিম হটপ‍্যান্ট, ডিপ নেক ক্রপ টপ ও ঠোঁটে গাঢ় লিপস্টিক, এই লুকেই ধরা দিলেন অভিনেত্রী। ঘর বন্দি হয়েই এই ছবি পোস্ট করেছেন তিনি‌। ইতিমধ‍্যেই ৭ লক্ষের ওপর লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।

https://www.instagram.com/p/B-ESSEcjAj-/?igshid=1n5l6b6tuxu07

প্রসঙ্গত, এর আগেও বাড়িতে ফটোশুট করেছিলেন সানি। বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রতিটি ছবিই বাড়িতে তোলা। হালকা গোলাপী রঙের পোশাক পরে ফটোশুট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এর থেকে বেশি সোশ্যাল ডিসট্যান্ট হওয়া সম্ভব নয়।’ বাড়িতে থেকে মানুষজনের সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করছেন সানি। তাই বাড়িতেই ফটোশুটের বন্দোবস্ত। নেটিজেনরাও প্রশংসা করেছেন সানির বুদ্ধির ও কর্তব্যপরায়নতার।

Niranjana Nag

সম্পর্কিত খবর