পুরো ভারতে লকডাউন, একনজরে জেনেনিন সোনা, রুপো, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যসের দাম

বাংলাহান্ট ডেস্কঃসোনা (Gold), রূপো, পেট্রোল, ডিজেলের দামের ওঠানামা আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে যদি কমে যায় তাহলে দাম কমতে শুরু করে। আর যদি চাহিদা বেড়ে যায় তাহলে দাম বেড়ে যায়। এই কারণেই এই জিনিসের দাম লাগাতার ওঠানামা করে। একদিন পরই পরই দামের হেরফের হয়। তবে আজ কিন্তু কলকাতায় (kolkata) সোনা এবং রূপোর দাম কিছুটা হলেও বেড়েছে।

লকডাউন জারী হয়েছে আগামী ১৪ ই এপ্রিল মধ্যরাত অবধি। করোনা পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেন। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় জারী হয়েছে লকডাউন।

Goldjewellery

মানুষ এখন গৃহবন্দি। করোনা (COVID-19) মানুষের মনের সাথে সাথে ব্যবসায়িক দিকেও থাবা বসিয়েছে। করোনা আতঙ্কে যেমন মানুষ আতঙ্কিত হয়েছে, তেমনই ক্ষতির মুখে ব্যবসাও। ভারত (India) সরকার করোনা আতঙ্কের জন্য দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে বৈদেশিক যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রেখেছেন। যার একটা বড়ো প্রভাব পড়েছে অর্থনীতির উপর।

বিশ্ববাজারে ব্যবসার ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু চীনের এই ভয়াবহ পরিস্থিতিতে তাঁদের ব্যবসায়িক বাজার প্রবল ক্ষতির সম্মুখীন। চীনের সাথে বৈদেশিক বাণিজ্য না করতে পারায় ভারতে জিনিসের দাম কমলেও, সোনা, রূপোর দাম কিন্তু আজ অনেকটাই বেড়েছে।

সোনার দাম গতকাল ১০ গ্রামে দাম ৪০৬৫০ টাকা ছিল, তবে তা আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০৯৬০ টাকা। আবার ১ গ্রাম সোনার গতকালের মূল্য ছিল ৪০৬৫ টাকা, সেটা আজ বেড়ে হয়েছে ৪০৯৬ টাকা। এর পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের মূল্য হল ৪২৩৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২৩৬ টাকা। এই ২৪ ক্যারেট সোনার গতকালের মুল্য ছিল ১০ গ্রামের দাম ৪২০৫০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪২০৫ টাকা।

অপরদিকে গতকাল ১০ গ্রাম রূপোর দাম ছিল ৩৯৮.৮০ টাকা, আর আজ বেড়ে হয়েছে ৪১০.২০ টাকা। এবং ১ গ্রাম রূপোর গতকালের মূল্য ছিল ৩৯.৮৮ টাকা এবং আজ হয়েছে ৪১.০২ টাকা।

অর্থাৎ সোনার দাম বাড়লেও, কিন্তু রূপোর দাম কমেছে অনেকটাই। ওপরদিকে আজকে রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটার ৭২.২৯ টাকা। এবং ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৪.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম হয়েছে ৮৩৯.৫০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর