লকডাউনের মজা নিতে রাস্তায় ঘুরছিল কিছু যুবক,যোগী পুলিশ মুরগি বানিয়ে দিল সাজা

যতদিন এগোচ্ছে কোরোনার প্রকোপে মৃত্যু মিছিল বেড়েই চলেছে। আর তার ভয়ে শিউরে উঠছে দেশের সকল নাগরিক। প্রত্যেক দেশের মানুষ যেন এখন মৃত্যু থেকে ভয়ে নিজেকে বাঁচাতে তৎপর হয়ে উঠছ। এভাবেই যদি আমরা নিয়ম মেনে চলতে পারি আর সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি তাহলে এই ভাইরাস কম ছড়াবে। আর এরমধ্যে লোক ডাউন ঘোষণা হতে না হতেই সরকার কড়া পদক্ষেপ নিয়ে জানায় আইন অমান্য করলে নিয়ম ভাঙলে শাস্তি দেওয়া হবে।

গতকাল যারা সরকার ঘোষিত লকডাউন(Lockdown) ভেঙেছে কানপুরে পুলিশ প্রশাসন এই জাতীয় লোককে মুরগি বানিয়ে ছিল এবং তারপরে রোদে হাত রেখে তাদের শাস্তি দিয়েছিল। কিছু জায়গায় লোকজনকে নিয়ম ভাঙার জন্যে তাদের থানায় আনা হয়. আর পুলিশ জানিয়ে দেয় নিয়ম ভাঙলে আরো কঠিন শাস্তি দেওয়া হবে।

IMG 20200324 194533

একই সাথে, পুলিশ চারপাশে ঘুরে বেড়ানো লোকদের একটি পত্রিকা দেয়, তাতে লেখা ছিল – আমি সমাজের শত্রু, আমি কাজ ছাড়াই বাইরে যাব। কানপুরের অন্যান্য অঞ্চলে যুবকদের হাত বাড়িয়ে নিয়ম ভঙ্গ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর এতকিছুর মধ্যেও কানপুরের পুলিশ জনগণকে শিক্ষা দেওয়ার জন্য নতুন পদ্ধতি গ্রহণ করছে বলে জানিয়েছে পুলিশ। যোগী সরকার এখন নিয়মভঙ্গকারীদের মুরগী সাজিয়ে শাস্তি দিতে শুরু করেছেন।

প্রসঙ্গত জানিয়ে দি, দেশের গবেষকরা করোনার ভাইরাসের বিরুদ্ধে এতদিন ধরে একটা কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। এই ভাইরাস এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যে এর কারণে আমরা দেখতে পেয়েছি রাতারাতি বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এর জন্য পিছিয়ে গেছে বহু টুর্নামেন্ট. এমনকি উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকে বহু পরীক্ষা বাতিল হয়ে গেছে। তার মধ্যে আটকানো যায়নি এই ভাইরাস. রাতারাতি বন্ধ করা হয়েছে বিমান, রেল এবং বাস পরিষেবা। আর রাজ্যে সব জায়গায় 31 মার্চ পর্যন্ত করা হয়েছে লক ডাউন।

আর এই পরিস্থিতিতে মানুষকে যত সম্ভব ঘরে থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে মানা করা হয়েছে। সোমবার প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে করোনার ভাইরাস সংক্রমণের সংখ্যা 467 পৌঁছেছে।এদিন আনন্দ মহিন্দ্র জানান বিলাসবহুল হলিডে রিসর্টগুলিকে পরিবর্তিত করে দেবেন সাময়িক কোয়ারানটিন ফেসিলিটিতে। তার পাশাপাশি তাঁর বেতনের একশ শতাংশ দান করবেন বলে জানান তিনি।

সম্পর্কিত খবর