এবার IPL-এর নতুন নিয়মের প্রভাব পড়ল KKR-এ! মুখ খুললেন অলরাউন্ডার, ম্যাচের আগের দিন কি অবস্থা দলের?

বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) ক্রিকেটের মেগা টুর্নামেন্ট IPL (Indian Premier League)-এ বিভিন্ন মরশুমে একাধিক নতুন নিয়ম লাগু করা হয়। এমতাবস্থায়, গতবছর থেকেই এই টুর্নামেন্টে শুরু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। এই নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন একজন ক্রিকেটারের বদলে অন্য আরেকজন ক্রিকেটারকে নামানোর সুযোগ পাচ্ছে দলগুলি। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে, প্রতিটি ম্যাচে ১১ জনের পরিবর্তে ১২ জন প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে। এদিকে, এই নিয়মের সুবিধাও নিতে পারছে বিভিন্ন দল।

উদাহরণস্বরূপ, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই যেমন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা রাজস্থানের বাটলার দুর্ধর্ষ ভাবে খেলে ম্যাচে জিতিয়ে দেন। তবে, এই নিয়মের প্রসঙ্গে এর আগেও দেশ-বিদেশের একাধিক তারকা প্লেয়ার মুখ খুলেছেন। যাঁদের মধ্যে রয়েছেন ফাফ ডু প্লেসি থেকে শুরু করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং মোহাম্মদ সিরাজের মত খেলোয়াড়। যদিও এবার, এই বিষয়ে মন্তব্য করলেন KKR-এর অন্যতম অলরাউন্ডার রমনদীপ সিংহ।

This time the impact of the new rules of IPL on KKR.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী শুক্রবার ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। এদিকে, ইডেনে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে KKR। যার মধ্যে মাত্র একটিতে রাজস্থানের কাছে হেরেছে তারা। তবে শুক্রবারের ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রমনদীপ। KKR-এর এই খেলোয়াড় ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন। এদিকে, ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান অনুযায়ী তাঁর হ্যাটট্রিক এবং এক ম্যাচে পাঁচটি উইকেট থাকলেও KKR-এর হয়ে বল করার সুযোগ পাননি তিনি।

আরও পড়ুন: “শরীফ, ভারতের সাথে বন্ধুত্ব করুন”, গর্জে উঠলেন পাকিস্তানের শিল্পপতি, মহাবিপদে জিন্নাহর দেশের

এমতাবস্থায়, এই সংক্রান্ত প্রশ্ন করা হলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে নিজের মতামত জানান তিনি। রমনদীপের মতে, “আমি নেটে বল করি। কিন্তু এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় এক জন অতিরিক্ত বোলার খেলানো যায়। তাই, সব দল এটাই চেষ্টা করে যে, বিশেষজ্ঞ বোলার খেলানো হোক। যার ফলে সুযোগ কমে যাচ্ছে অলরাউন্ডারদের।” তবে, রমনদীপ এই বিষয়ে সরাসরি কোনো অভিযোগ না করলেও তাঁর এহেন মতামত থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকার কারণে বল করার সুযোগ পাচ্ছেন না তিনি। নাহলে হয়তো ব্যাটের পাশাপাশি বল হাতেও নজরে আসতেন রমনদীপ।

আরও পড়ুন: সস্তার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারতীয় পাসপোর্ট, সবথেকে দামি কে? নাম জানলে হয়ে যাবেন “থ”

এদিকে, সাংবাদিক বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে কলকাতার ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার মিচেল স্টার্কের নাম। IPL-এর চলতি মরশুমে তিনি এখনও তেমন নজর কাড়তে পারেননি। এই প্রসঙ্গে রমনদীপ বলেন যে,, “ক্রিকেট হল সময়ের খেলা। কোনো সময় কারোর খারাপ যেতেই পারে। স্টার্ক হলেন একজন কিংবদন্তি বোলার। তাই, এই কয়েকটা ম্যাচ দেখে তাঁকে কখনোই বিচার করা যাবে না।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর