করোনার কারণে 9 এপ্রিল পর্যন্ত বন্ধ কলকাতা হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ   বিশ্বব্যাপী করোনা ভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত 421,000; মারা গিয়েছেন 18,800 , 107,000 জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ভারত ও আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে এই পরিস্থিতিতে লক ডাউন করার সিদ্ধান্ত নিয়েছিল 32 টি রাজ্য সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল হবে লকডাউন।

Calcutta High Court 2

এই পরিস্থিতিতে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। 25 মার্চ থেকে 9 এপ্রিল কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। এরমধ্যে পয়লা এপ্রিল ও ৮ এপ্রিল কয়েকটি জরুরি মামলার শুনানি হবে। ডিভিশন বেঞ্চ এ মামলাগুলো শুনানি করবেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি দীপঙ্কর দত্ত। এছাড়াও খোলা থাকবে বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায় ও বিচারপতি আইপি মুখোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ।

IMG 20200325 WA0094
এর আগে করোনার জন্য বাড়ি থেকে কর্মীদের কাজ করার নির্দেশ পাঠানো হয়েছে। গোটা হাইকোর্ট চত্বরে হয়েছে সাফাই পর্ব। অর্ধেক বা তারও কম কর্মী নিয়ে কাজ চলছিল আদালতের ৷ কর্মী সংখ্যা কম থাকলে আদালতের কাজের ক্ষতিও হয়েছে৷

কলকাতা হাইকোর্টের পাশাপাশি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, আন্দামান-নিকোবর সার্কিট বেঞ্চ, জেলা ও মহকুমা আদালত সহ কলকাতা হাইকোর্টের মূল কাজকর্ম ব্যাহত হবে৷

সম্পর্কিত খবর