দেশের ৮০ কোটি মানুষকে সস্তায় দেওয়া হবে চাল-গম, বড় সিদ্ধান্ত মোদী ক্যাবিনেটের

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে হওয়া বৈঠকে ক্যাবিনেট দেশের ৮০ কোটি মানুষকে সস্তা দরে খাদ্যদ্রব্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাবিনেটের বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবেড়কর প্রেস কনফারেন্সে করে বলেন, ৮০ কোটি মানুষকে ২৭ টাকা কেজি গম মাত্র ২ টাকা কেজি দরে আর ৩৭ টাকা কেজি চাল মাত্র ৩ টাকা কেজি দরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ৩ মাসের অ্যাডভান্স সামগ্রী কিনে নিতে বলেছে।”

modi cabinet

প্রকাশ জাবেড়কর বলেন, সরকারি পিডিএস এর মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেবে। সবার কাছে প্রয়োজনীয় সামগ্রী থাকবে। রাজ্য সরকার মানুষের সাহায্য করছে। উনি বলেন, প্রাণ বাঁচানোর জন্য লকডাউনের দরকার, তিন মাসের রেশন একবারে দেওয়া হবে। মানুষের কাছে প্রয়োজনীয় জিনিষ পৌঁছে দেওয়া হবে। গুজব থেকে দূরে থাকুন।

সরকার পিডিএস সিস্টেমের মাধ্যমে দেশজুড়ে ৫ লক্ষ রেশন দোকানে ৫ কেজি ভর্তুকিযুক্ত সামগ্রী প্রতি মাসে দিচ্ছে। সরকার সেটিকে বাড়িয়ে ৭ কেজি করে দিয়েছে। ন্যাশানাল ফুড সিকিউরিটি আইন অনুযায়ী, রেশন দোকানের মাধ্যমে ভর্তুকিযুক্ত সামগ্রী পাওয়া যায়। তিন টাকা প্রতি কেজি চাল আর ২ টাকায় প্রতি কেজি গম বিক্রি করবে সরকার।

731385 paswanramvilas pti 032118

এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান বুধবার বলেছিলেন যে, ৭৫ কোটি বেনিফিশিয়ারিকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অনুযায়ী একবারে ছয় মাসের রেশন দেওয়া হবে। সরকার এই সিদ্ধান্ত করোনা ভাইরাসের বিপদ দেখে নিয়েছিল। সরকারের কাছে ৪৩৫ লক্ষ টন খাদ্য দ্রব্য আছে। ওই ৪৩৫ টনের মধ্যে ২৭২.১৯ লক্ষ টন চাল আর ১৬২.৭৩ লক্ষ টন গম আছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর