বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রোখার জন্য কেন্দ্রের মোদী সরকার গোটা ভারতে ২১ দিনের জন্য লকডাউন (India Lockdown) ঘোষণা করেছে। আর এই লকডাউনে সমস্ত ধার্মিক স্থলে আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরেও কর্ণাটকের বেলগামের (Belgaum) একটি মসজিদে নামাজ পড়া হচ্ছিল। প্রচুর পরিমাণে মানুষ সেখানে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছিলেন। এই ঘটনা কানে আসতেই পুলিশ সেখানে পৌঁছে যায়।
মসজিদের বাইরে দাঁড়িয়ে পুলিশ নামাজ শেষ হওয়ার অপেক্ষা করছিল। নামাজ শেষ হতেই সবাই যখন বাইরে আসা শুরু করে, তখন পুলিশ তাঁদের মারধর করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, লকডাউনের পরেও প্রচুর পরিমাণে মানুষ মসজিদে নামাজ পড়তে গেছিলেন।
আপনাদের জানিয়ে দিই, কর্ণাটকে করোনা ভাইরাসের কারণে ৭০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মৃত্যুর এটা দ্বিতীয় মামলা। স্বাস্থ বিভাগ বৃহস্পতিবার জানায় যে, কর্ণাটকে করোনায় আক্রান্তদের সংখ্যা ৫৫ হয়েছে।
#WATCH Police thrash people for violating #Coronaviruslockdown in Belgaum. The incident happened outside a Mosque when people were leaving after offering prayers. #Karnataka pic.twitter.com/tF9Vx4iqV5
— ANI (@ANI) March 26, 2020
রাজ্য সরকার মহামারী কাবু করার জন্য রাজ্যে মহামারী রোগ নিয়ম ২০২০ লাগু করেছে। জেলা শাসক, এবং জেলার সমস্ত পদাধিকার সমেত পুলিশকে এই প্রকারের ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।