বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ।
ভারতে ইতিমধ্যেই ৮০০ এর বেশী মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভারত সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশ সিদ্ধান্ত নিয়েছে লকডাউনের। এর জেরেই বিশ্ব বাজারে তৈরী হয়েছে অর্থনৈতিক মন্দা। যার সাথে পাল্লা দিয়ে চলছে সোনার দামের উত্থান পতন।
লকডাউনের মধ্যে টানা বেড়ে চলেছে সোনার দাম। বাড়তে বাড়তে শুক্রবার গয়নার সোনার প্রতি ১০ গ্রামের দাম হয় ৪২,৫৬০ টাকা। সেখান থেকে এক ধাক্কায় এদিন কমেছে ২,০৪৮ টাকা। একই ভাবে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম কমেছে ১,৪০৮ টাকা। এই পরিস্থিতিতে শনিবার কলকাতায় ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪০,৫১২ টাকা। অন্য দিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৪৩,১৫২ টাকা।
স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে। অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য।একই সাথে সোনার দাম বেড়ে যাওয়ার কারনে মাথায় হাত মধ্যবিত্তেরও। সামনেই বিয়ের মরশুম। আর ভারতীয় পরিবারে সোনা ছাড়া বিয়ে কল্পনা করাই যায় না !