বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তদের সংখ্যা ছয় লক্ষের বেশি হয়ে গেছে। আরেকদিকে করোনা ভাইরাসের কারণে স্পেনে (Spain) গত ২৪ ঘন্টায় ৮৩২ জনের মৃত্যু হয়েছে। এর সাথে সাথে স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৬৯০ হয়ে গেছে।
স্পেনের সরকার জানিয়েছে যে, শনিবার দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৬০০ পার করেছে। আর ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৩২ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৭২ হাজারের বেশি হয়েছে। ইতালিতে (Italy) মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ কমার নামই নিচ্ছে না। ইতালিতে করোনায় সংক্রমিত হওয়ার মামলা লাগাতার বেড়েই চলেছে। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪ হয়ে গেছে আর ৮৬ হাজার ৪৯৮ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এছাড়াও ১০ হাজার ৯৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঠিক হয়েছে।
আরেকদিকে ভারতে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ১০১১ হয়েছে। যার মধ্যে অ্যাক্টিভ মামলা হল ৯০৩ টি। এদের মধ্যে ৮৪ জন ঠিক হয়েছেন আর ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে যেখানে ১৬ টি মামলা অ্যাক্টিভ। এছাড়াও রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।