তহবিলে অর্থ সাহায্য করতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এল বিসিসিআই। এর আগে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছে সৌরভ গাঙ্গুলী। বাংলার মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি প্রায় ৫লক্ষ টাকা দান করেছে। আর এবার দেশের খারাপ অবস্থায় তিনি আবার মানুষের পাশে দাঁড়ালেন।
শনিবার বিসিসিআই ঘোষণা করেছে, PM CARES তহবিলে ৫১ কোটি টাকা জমা করবে তারা। কিছু দিন আগেই প্রধানমন্ত্রী সাহায্য চেয়েছিলো। আর দেশের এই চরম মুহূর্তে সরকারের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর বলে জানায় এই বোর্ড। বোর্ড প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সেক্রেটারি জয় শাহ-সহ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা প্রায় ৫১ কোটি টাকা দেবে।
আর এবার সেই সাহায্য মানুষের কিছুটা হলেও কাজে লাগবে। অক্ষয় কুমার প্রধানমন্ত্রীক তহবিলে দিয়েছেন ২৫ কোটি টাকা। আর রতন টাটা দিয়েছেন পাঁচশো কোটি টাকা.। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক করার চেষ্টা করছে।
আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। কারণ ইতালিতে এতো মানুষ মারা গেছে কোরোনায়। আর এবার সেই নিশানায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে এখনও অবধি মৃতের সংখ্যা ১,০৩১। সংক্রামিত ৬৮ হাজারের বেশি। আমেরিকায় করোনার আক্রান্ত সবথেকে বেশী রয়েছে নিউ ইয়র্ক এ। সেখানে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে। আর পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে প্রশাসন। আর ভারোতেও পরিস্থিতি ভালো নয়।