বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। বারবার হাত ধুয়ে পরিষ্কার থাকতে বলা হচ্ছে সকলকে। কিন্তু শুধু যে হাঁচি বা কাশির মাধ্যমেই জীবানু ছড়ায় তা একেবারেই ভুল ধারনা। আমরা মাঝে মাঝেই অন্যদের জিনিস ব্যবহার করি। তা থেকেও ছড়াতে পারে রোগজীবানু।
জামাকাপড়- অন্যের জামাকাপড় মাঝে মাঝেই পরে থাকি আমরা। কিন্তু এর থেকেই সংক্রমন হতে পারে ভাইরাসের। এমনকি অন্যের ব্যবহৃত তোয়ালে থেকেও ছড়াতে পারে নানারকম স্কিনের রোগ। তাই তোয়ালে ভাল করে ধুয়ে তারপরই ব্যবহার করা উচিত।
চিরুনি- অন্যের ব্যবহার করা চিরুনির মাধ্যমে খুব সহজেই চুলে প্রবেশ করতে পারে খুশকি বা উকুন। এমনকি মাথার স্ক্যাল্পে ইনফেকশন হওয়াও অসম্ভব নয়।
নেইল কাটার- নখের ভেতরে অনেক সময়ই জীবানু থাকে। সেই নেইল কাটার অন্য কেউ ব্যবহার করলে তা থেকে সংক্রমন ছড়াতে পারে।
হেডফোন- আমরা মাঝে মাঝেই অন্যের হেডফোন নিয়ে গান শুনি। কিন্তু এর থেকে জীবানু সংক্রমধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই কেউ হেডফোন ব্যবহার করে ফেরত দিলে তা রাবিং অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত।
প্রসাধনী- অন্যের প্রসাধন সামগ্রী বা মেকআপ ব্রাশ থেকেও ছড়াতে পারে জীবানুর সংক্রমন। দোকানে ট্রায়ালের সময়ও অন্য ব্রাশ ব্যবহার করা উচিত নয়।