মন্দার বাজারে ফের কমল সোনা রূপোর দাম, এক নজরে দেখে নিন আজকের মূল্য

বাংলাহান্ট ডেস্কঃ অনেকটাই হ্রাস পেল সোনা (Gold) রূপোর দাম। করোনা ভাইরাসের (COVID-19) জেরে বিশ্ব বাজারে তৈরী হয়েছে অর্থনৈতিক মন্দা। চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য না করতে পারায়, ভারতের অর্থনীতি কিছুটা হলেও এখন সংকটের মুখে। এই অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের প্রধানরা চাইছে দেশবাসীর সুরক্ষা। নাগরিকদের সুস্থ রাখার জন্য বন্ধ রাখা হয়েছে সব কিছু। বন্ধ রয়েছে সোনা, রূপোর দোকানও। তবে এরই মধ্যে নতুন মাসের শুরুতেই বেশ কিছুটা পতন হল সোনা রূপোর দামে। অনেকটাই হ্রাস পেল সোনা রূপোর দাম।

maxresdefault 89

লকডাউন চলছে বেশকিছুদিন ধরে। চলবে আগামী ১৪ ই এপ্রিল মধ্যরাত অবধি। এই সময় সাধারণ মানুষ করোনার (COVID-19) ভয়ে মানুষ মানুষ গৃহবন্দি। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না। এই অবস্থায় সোনা রূপোর ব্যবসায়ীদের পড়ল মাথায় হাত। কমল সোনা রূপোর দাম।

গতকাল কলকাতায় (Kolkata) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪০৯৮৫ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪০৯৮.৫০ টাকা ছিল। তবে আজ সেই দামের বিরাট পতন হয়েছে। আজ সোনার দাম কমে হয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪০৫৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪০৫৬ টাকা।

আবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৩৬৫৫ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৬৫.৫০ টাকা। সেটা আজ সেটা কমে গিয়ে দাঁড়িয়েছে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩২০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩২০ টাকা।

p c chandra jewellers pvt ltd sodepur kolkata jewellery showrooms ad899

সোনার দামের সাথে সাথে কিন্তু আজ রূপোর দামও অনেক কমেছে। এপ্রিল মাসের শুরুতেই নিম্নগামী সোনা রূপোর বাজার দর।গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৩৯.৫০ টাকা। কিন্তু আজ সেটা কমে গিয়ে দাঁড়িয়েছে ১ গ্রামের দাম ৩৯.৪৮ টাকা।

পেট্রোলের দাম রয়েছে লিটার প্রতি ৭২.২৯ টাকা । এবং ডিজেলের দাম রয়েছে ৬৪.৬২ টাকা। অপরদিকে রান্নার গ্যাসের দাম একই রয়েছে, ৮৩৯.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর