তোয়াক্কাই নেই লকডাউনের!চেতালার বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (corona virus) নিয়ে তোলপাড় সারা দেশ। যার জেরে ঘোষণা করা হয়েছে ‘লকডাউন’ (lockdown)। এটি করার একটাই উদ্দেশ্য মানুষ যেন সুরক্ষিত থাকে। আর যাতে নতুন করে আক্রান্তের সংখ্যা না বাড়ে। খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরোনো বারণ। রাস্তায় রাস্তায় বেশী ভিড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। কিন্তু কে শোনে কার কথা!  সাতসকালেই লকডাউন ভাঙার ছবি। এদিন সকাল হতেই চেতলা সিআইটি মার্কেটে (Chetla in the CIT market)  দেখা যায় মানুষের ঢল।

cit

বিধিনিষেধ মানার কোনও লক্ষ্মণ-ই নেই। প্রশাসনিক আধিকারিক মাইকিং করে সবাইকে সতর্ক করছেন। কিন্তু সেদিকে বিন্দুমাত্র কারোও ভ্রূক্ষেপ নেই। ঘেঁষাঘেঁঁষি করেই চলছে বাজার, এমনকি চায়ের দোকানে আড্ডাও। এদিকে মঙ্গলবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন।

একধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭। রাজ্যের ১ লাখ মানুষকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। সেখানে এই ছবি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসন থেকে আমজনতার। বার বার করে সতর্ক করা হলেও, মানুষ যে এখনও সচেতন হচ্ছে না, সচেতন না হয়ে বিপদ বাড়াচ্ছে, এই সব ছবি তার প্রমাণ। করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন।

 

সম্পর্কিত খবর