WHO ও চীন দুইয়ের ভূমিকা নিয়েই উঠছে প্ৰশ্ন, এখন ভারতের উপর ঘুরছে ভাইরাসের মহাবিপদ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) চীন (Chaina) ছাড়িয়ে ধীরে ধীরে ইতালি, স্পেন, আমেরিকাকে নিজের গ্রাসে করে এখন ভারতের দিকে থাবা বসিয়েছে। আস্তে আস্তে ভারতে এই রোগ বিস্তার লাভ করতে শুরু করে দিয়েছে। ভারতে এই রোগ দ্বিতীয় পর্যায় ছেড়ে তৃতীয় পর্যায়ের দিকে পা বাড়াচ্ছে। এই তৃতীয় পর্যায় মারাত্মক ভয়ঙ্কর।

corona 7

গতবছর নভেম্বর মাসে চীনের উহান শহর থেকে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। যার জেরে এখনও অবধি চীনের হিসাব মতো তাঁদের ওখানে প্রায় ৩৪০০ জন প্রাণ হারিয়েছেন। তবে এখন চীনে এই ভাইরাসের ক্ষমতা ধীরে ধীরে অনেক কমে এসেছে। আক্রান্তের সংখ্যা আগেও তুলনায় অনেক কমেছে। উহান শহরেও একজন জনজীবন আগের মতো হতে শুরু করেছে। তবে এই মারণ ভাইরাস চীন ছাড়িয়ে বিভিন্ন দেশে তাঁর ভয়ঙ্কর রূপ ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। ইতালি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এবং আমেরিকা, স্পেনেও মহামারির আকার ধারণ করেছে।

l61qZdR

কিন্তু এই মারণ ব্যাধি করোনা ভাইরাসের জন্য কে আসল দোষী? সমগ্র বিশ্ব প্রথম থেকেই এই ভাইরাসের জন্য চীনকে দোষারোপ করে এসেছে। কারণ, এই রোগের ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও চীন কি করে এই ভাইরাসের ব্যাপারে সমগ্র বিশ্বকে আড়ালে রাখল? কেন দেরী করে জানাল বিশ্বকে। আবার চীনের ডাক্তার লিভেন লিয়ান, যিনি সর্বপ্রথম এই রোগের বিষয়ে সবাইকে জানিয়েছিলেন, তাঁর কথায় গুরুত্ব না দিয়ে চীন তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এবং চীনা আধিকারিকরা জানিয়েছিল করোনা ভাইরাসের প্রকোপেই তাঁর মৃত্যু হয়ে যায়।

সমগ্র বিশ্বে এখন চীনকে নিয়ে আলোচনা হচ্ছে। এই সময় আমেরিকার বিদেশমন্ত্রী মাইক পম্ফিও বলেন, ‘করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য এখন চীন বিভিন্ন দেশকে চিকিৎসা দ্রব্য রপ্তানি করেছে। বর্তমানে চীন বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য এই কৌশল করছে। ইতালিসহ বিভিন্ন দেশে চীন তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য পাঠিয়ে, এই দুর্যোগের সময়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে’।

corona55555

চীনের পাশাপাশি দোষারোপ করা হচ্ছে WHO কেও। কারণ তাঁরা সব কিছু জানা সত্ত্বেও কেন চুপ করেছিল? চীনের ইচ্ছে করে অবহেলা এবং সব কিছু জেনেও WHO এর চুপ করে থাকার ফলেই, আজ বিশ্বে এই করোনা ভাইরাস মহামারির ন্যায় বিস্তার লাভ করেছে।

Smita Hari

সম্পর্কিত খবর