উত্তরপ্রদেশে মসজিদে ব্যাপক তল্লাশি, লুকিয়ে থাকলেই হবে গ্রেফতার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) জেরে ভারতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। দিল্লীর (Delhi) নিজামউদ্দিন এলাকায় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষ একত্রিত হয়েছিল। কিন্তু তাঁদের দাবি ভারত সরকারের লকডাউন অবস্থা জারি করার মধ্যে সকলে বাড়ি পৌছাতে পারে নি, কিছু মানুষ সেখানেই রয়ে যায়। দেশে করোনা পরিস্থিতিতে লকডাউন জারী হওয়ার মধ্যে এখন এই ধর্মীয় অনুষ্ঠানে একসঙ্গে অনেক মানুষের জমায়েতকে কেন্দ্র করে উঠছে নানান প্রশ্ন। দিল্লীর সরকার এবং দিল্লী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

police 4

দিল্লীতে এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই একাধিক মানুষের জমায়েতের বিষয়টাকে নিয়ে গভীর ভাবে ভাবেন এবং প্রশাসনকে এই কাজে সম্পূর্ণ নিয়োজিত করে দেন। বর্তমানে সেই মানুষগুলোকে খুঁজে বের করার জন্য উত্তর প্রদেশ পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। লখনৌ থেকে দেওবন পর্যন্ত পুলিশ বিভিন্ন মসজিদে তল্লাশি চালাচ্ছে। এবং খুঁজে বের করছে উত্তর প্রদেশের কোন কোন মসজিদে বিদেশ থেকে আগত মৌলবিরা রয়েছেন।

বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুলিশরা বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন লোকদের ভ্রমণ তথ্য একত্রিত করছে। তল্লাশি চালানো এলাকাগুলো থেকে জানানো হয়, তাঁরা পুলিশের সঙ্গে সবরকম সহায়তা করবে। পুলিশের যে কোনরকম প্রয়োজনে সাহায্য করবে।

2018 5img26 May 2018 PTI5 26 2018 000115B e1565275160742 696x392 1

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার দিল্লী নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগদানিকারী সকলকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। উত্তর প্রদেশের ১৫৭ জন মানুষ ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সরকার ওই ব্যক্তিদের নাম এবং ফোন নম্বর একত্রিত করে ফেলেছে। অন্যদিকে নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানের থেকে কিছু মানুষকে খালি পড়ে থাকা দিল্লির বাক্কারয়ালাতে ১৪০EWS ফ্ল্যাটে রাখা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর