নেতৃত্বে সৌরভ গাঙ্গুলিকে রেখে তাঁর প্রজন্মের সেরা ভারতীয় একাদশ বেছে নিলেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

করোনা আতঙ্কের জন্য এই মুহূর্তে প্রায় সবাই কমবেশি ঘরবন্দি অবস্থায় রয়েছেন। করোনার জেরে ঘরেই বন্দি হয়ে রয়েছেন কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। এবার ইনস্টাগ্রামে এসে এই অজি স্পিনার বেঁছে নিলেন তার সময়ের সেরা ভারতীয় একাদশ। শেন ওয়ার্ন সেই ভারতীয় দলের নেতৃত্ব ভারে রেখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।

শেন ওয়ার্ন তার প্রজন্মের সেরা ভারতীয় একাদশ বাঁছতে গিয়ে প্রথমেই দুই ওপেনার বেঁছে নিয়েছেন। দুই ওপেনার হলেন বীরেন্দ্র সেওয়াগ এবং নভজ্যোত সিং সিধু। সিধুকে দলে রাখার পিছনে ওয়ার্নের যুক্তি সেই সময় স্পিনের বিরুদ্ধে অত্যন্ত সাবলীল ভাবে ব্যাটিং করতে পারতেন সিধু সেই কারণেই তাকে দলে রাখা হয়েছে। শেন ওয়ার্নের এই ভারতীয় দলে জায়গা হয়নি বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

747829714ddb401fb74e172784bb021236c0cb71

শেন ওয়ার্নের এই দলে রয়েছে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় কিন্তু দলে নেই ভিভিএস লক্ষ্মণ।
এক নজরে দেখে নেওয়া যাক শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশ:-
বীরেন্দ্র সেওয়াগ, নভজ্যোত সিং সিধু, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), মহম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, হরভজন সিং, অনিল কুম্বলে, নয়ন মোহিঙ্গা এবং জাভাগাল শ্রীনাথ।

Udayan Biswas

সম্পর্কিত খবর