বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনা (Corona) সঙ্কটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন (Video Message) । উনি নিজের ভাষণে বলেন, করোনার কারণে দেশব্যাপী লকডাউনের আজ নবম দিন। উনি বলেন, এই দিন গুলোতে আপনারা যেভাবে অনুশাসন আর সেবার মনোভাবের পরিচয় দিয়েছেন, সেটা অভূতপূর্ব। আপনারা যেভাবে ২২ মার্চ রবিবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে লড়া সমস্ত মানুষকে ধন্যবাদ জানান, সেটা সমস্ত দেশবাসীর কাছে একটি উদাহরণ হয়ে উঠেছে। আমাদের দেখা দেখি আজ অনেক দেশই এই কাজ করছে।
A video messsage to my fellow Indians. https://t.co/rcS97tTFrH
— Narendra Modi (@narendramodi) April 3, 2020
উনি বলেন, আমাদের দেশে জনতাকে ঈশ্বরের রুপ হিসেবে মানা হয়। আর এই কারণে দেশ যখন এত বড় লড়াই লড়ছে, তখন এই লড়াইয়ে বারবার জনতারুপি মহাশক্তির সাক্ষাৎকার হওয়া উচিৎ। উনি বলেন, আগামী পাঁচ এপ্রিল রবিবার রাত নয়টায় আপানদের সবার কাছে নয় মিনিট চাইছি। আপনারা ঘরের ব্যালকনি অথবা দরজার সামনে দাঁড়িয়ে মোমবাতি, টর্চ লাইট, প্রদীপ অথবা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান। সেইদিন ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিন মাত্র ৯ মিনিটের জন্য।
উনি বলেন, সামাজিক দূরত্বের লক্ষণ রেখা কখনো লঙ্ঘন করবেন না। সামাজিক দূরত্ব কোন পরিস্থিতিতেই ভাঙা যাবেনা। রাত নয়টায় মোমবাতি, টর্চ, প্রদীপ জ্বালিয়ে সংকল্প নিন যে, আমরা এই যুদ্ধে একা নই। আমরা কেউই একা নই। ১৩০ কোটি ভারতবাসী একটাই সংকল্পে প্রতিবদ্ধ। উনি বলেন, আমি আপনাদের কাছে আবেদন করছি যে, এই আয়োজনে কোনভাবেই একত্রিত হবেন না। রাস্তা, গলি অথবা মহল্লাতে যাবেন না। নিজের ঘরের দরজা আর ব্যালকনি থেকেই এই কাজ করতে হবে।
পাঁচ এপ্রিল রবিবার রাত ৯ টার সময় আমি আপনাদের সবার কাছে শুধু ৯ মিনিট চাই। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, টর্চ, প্রদীপ অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান। সেইদিন ঘরের সমস্তলাইট বন্ধ করে দিন। উনি নিজের আবেদনে স্পষ্ট করে বলেন যে, ওই দিন কোনভাবেই যেন মানুষ একত্রিত না হয়। এই কাজ নিজের ঘর থেকেই করতে হবে।