এবার করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়ালেন সলমন খান। গত শনিবার মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।
তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা। এর আগে রেড চিলিজ এন্টারটেনমেন্ট, রেড চিলিজ বিএফএক্স, কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের মাধ্যমে এবার সাধারণ মানুষের জন্য সাহায্য হাত বাড়ান বলি কিং শাহরুখ খান।তারা জানায় ৫০,০০০ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই দেবে।মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে একসাথে কাজ করবে। আর সালমান খান জানান।
দৈনিক ২৫ হাজার শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ যোগ করবেন, যার জন্য তিনি শিল্প ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিন এমপ্লয়িজস (এফডব্লুআইসিস) এর প্রধান সংস্থাকে ২৫,০০০ দৈনিক শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানতে ডেকেছিলেন। ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।
এমনকি সাহায্য করতে এগিয়ে এসেছেন রতন টাটা, মুকেশ আম্বানি। এমনকি বলি তারকাদের মধ্যে রজনীকান্ত, অক্ষয় কুমার আরো অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। আর এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য তারা যথেষ্ট প্রশংসা পেয়েছেন।