নিজে হাতে মাংস ভাত রেঁধে লকডাউনের রাস্তায় কুকুরকে খাওয়াচ্ছেন জয়া আহসান

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি। গোটা দেশেই চলছে লকডাউন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এভাবেই স্তব্ধ থাকবে।
স্তব্ধই বটে, বন্ধ রয়েছে গণ পরিবহন, বন্ধ বেশিরভাগ দোকানপাট। খোলা রয়েছে শুধু জরুরি পরিষেবা।
প্রায় সব মানুষই রয়েছেন গৃহবন্দি।
কিন্তু জীবন সঙ্কটে পড়েছেন দরিদ্র ফুটপাথবাসী মানুষেরা। তাদের জন‍্য প্রয়োজনীয় খাবার ও চিকিৎসার যোগান দেওয়ার জন‍্য খোদ দেশবাসীর কাছে অর্থ সাহায‍্যের আর্জি জানিয়েছেন প্রধানযন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হয়েছে করোনা মোকাবিলার জন‍্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ‘পিএম কেয়ার’। মোদীর আহ্বানে সাড়া দিয়ে অর্থসাহায‍্য করেছেন বহু তারকা। তবে চিন্তা যে শুধু মানুষকে নিয়ে তা নয়। পথের কুকুরদের খাবার নিয়েও দেখা দিয়েছে সঙ্কট। এই পরিস্থিতিতে তাদের জন‍্য একটু মানবিক হতে আবেদন জানিয়েছেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর কথামতো যাদবপুর লোকসভা কেন্দ্রের বেশ কিছু জায়গায় দলের তরফ থেকে পথের কুকুরদের খাওয়ানোর বন্দোবস্ত করা হয়।

1572895249 2
কিছুদিন আগেই পথ কুকুরদের খাওয়ানোর ভিডিও পোস্ট করা নিয়ে সমালোচনা, নিন্দার সম্মুখীন হয়েছিলেন শ্রীলেখা মিত্র। কিন্তু তা সত্ত্বেও তিনি দমে যাননি। এবার প্রকাশ‍্যে এল জয়া আহসানের ভিডিও। তাঁকেও দেখা গেল রাস্তার কুকুরদের খাওয়াতে। তবে এদেশে নয়, ওপার বাংলায়। ভারতে মতো সেখানেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে নিজে হাতে মাংস ভাত রেঁধে অন্তত ৩০টি কুকুরের খাওয়ার দায়িত্ব নিয়েছেন জয়া। ২৭ মার্চ থেকে এটাই তাঁর নিত‍্যদিনের রুটিন। প্রতিদিন মাস্ক ও গ্লাভস পরে ইস্কাটন গার্ডেন, দিলুরোড, মগবাজার এলাকায় ঘুরে কুকুরদের খাওয়ান অভিনেত্রী।

https://www.instagram.com/tv/B-eGjceFXBK/?igshid=1bdzk8od27n1e

জয়া নিজে শেয়ার না করলেও তাঁর এই উদ‍্যোগের ছবি ছড়িয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়। জয়াকে বাহবা দিয়েছেন নেটজনতা।এর আগে বাড়ির ব‍্যালকনিতে গাছের পরিচর্যা করার ভিডিও শেয়ার করেছিলেন জয়া আহসান। সঙ্গে ছিল তাঁর পোষ‍্য। এভাবেই তাঁর গৃহবন্দি দশা কাটছে বলেও জানিয়েছিলেন তিনি।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর