বিরাট কোহলি খোলসা করলেন তার ‘চিকু’ নামের আসল রহস্য।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে, সেই জন্য প্রত্যেক দেশে এই মুহূর্তে জারি করা হয়েছে লকডাউন, এই লকডাউনের জেরে সাধারণ মানুষের সাথে সাথে ক্রিকেটাররাও এই মুহূর্তে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। আর এমন অবস্থায় সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখতে নিজেদের সোশ্যাল মিডিয়া গুলি ভালোভাবে ব্যবহার করছেন ক্রিকেটাররা। যেমনটা এই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসেন এবং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি দুজনে চ্যাটে মাতলেন।

ইনস্টাগ্রামে পিটারসেন এবং বিরাট কোহলির মধ্যে নানান মজার বিষয় নিয়ে ভিডিও চ্যাট চলল, এরই মধ্যে হঠাৎ কেভিন পিটারসেন বিরাট কোহলিকে প্রশ্ন ছুড়ে দেয় কোহলি তোমার ডাকনাম ‘চিকু’ কেন? এর উত্তরে বিরাট কোহলি বলেন “আমার এই চিকু নামটা 2007 সালে আমার রঞ্জি দলের কোচ দিয়েছিলেন, সেই সময় আমি চুল কেটে ছিলাম এর ফলে আমার চোখ দুটো এবং গাল গুলি বেশ বড় আকারের দেখাতো, সেই কারণেই রঞ্জি দলের কোচ ‘চম্পক’ কমিকসের খরগোশের নাম অনুযায়ী আমার নাম ‘চিকু’ দিয়েছিলেন।

3839647be2c6122cdb871e2ad1dcb39744b33f

সেই সাথে বিরাট কোহলি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলে তার ‘চিকু’ নামটি ফেমাস করে তোলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পিছন থেকে ধোনি বিরাটকে বারবার এই নামে ডাকত এবং সেই কথাটি রেকর্ড হত স্ট্যাম্প মাইকে, সেখান থেকেই সকলে জানতে পারে বিরাট কোহলির ডাকনাম “চিকু।”

Udayan Biswas

সম্পর্কিত খবর