কিছু দিন আগেই রেড চিলিজ এন্টারটেনমেন্ট, রেড চিলিজ বিএফএক্স, কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের মাধ্যমে এবার সাধারণ মানুষের জন্য সাহায্য করবেন বলি কিং শাহরুখ খান। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।
তার মধ্যে কেটে গেছে প্রায় দুই সপ্তাহ। আর এর মধ্যেই শাহরুখ খান এবং তাঁর কম্পানিগুলি আপাতত কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে বলে জানিয়েছে ।
৫০,০০০ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই দেবে।মীর ফাউন্ডেশন ও কেকেআর পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে একসাথে কাজ করবে।
১মাসের জন্য ৫,৫০০-র বেশি পরিবারকে খাদ্য সামগ্রী দেবে। সাহায্যপ্রার্থী পরিবার ও হাসপাতালগুলিতে পাঠানো হবে প্যাকেট বন্দী খাবার। কিন্তু এতো সাহায্য করার পর তার নাম না থাকায় দেশের মানুষ একটু অবাক হন। এরপরে কিং খান নিজেই জানান তিনি সব সময় ভারতের পাশে আছে। আর এরপরে টুইট করেন অরবিন্দ কেজরীবাল।
আর এর পরেই কিং খানের রিট্যুইট, “স্যার আপনি ধন্যবাদ দেবেন না। আদেশ করুন আর কী করতে পারি! আমি সবসময়েই দিল্লি এবং দেশের সমস্ত ভাই-বোনদের পক্ষে থাকবো “।