যত দিন যাচ্ছে বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনার ভাইরাস। ব্যতিক্রম নয় ভারত, ভারতেও দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত। দেশের এমন পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ভারতের 2011 বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। এবার করোনা মোকাবিলায় 50 লক্ষ টাকা অনুদান দিলেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।
কয়েকদিন আগে করোনা ভাইরাসের জন্য সকলকে সচেতন করতে এগিয়ে এসেছিলেন প্রাক্তন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি, সেই সময় আফ্রিদিকে সমর্থন জানিয়ে ছিলেন যুবরাজ সিং। আফ্রিদিকে সমর্থন জানানোর জন্য নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল যুবরাজকে। যুবিকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় করোনা মোকাবিলায় দেশের স্বার্থে আর্থিক সাহায্য করার ঘোষণা করেছিলেন এক সময় মারন রোগ ক্যান্সার কে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যুবরাজ সিং।
তবে এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে যে মৃত্যু মিছিল শুরু হয়েছে এছাড়াও করোনার প্রভাবে দিন দিন ভারতবর্ষে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে বেশ চিন্তায় রয়েছেন যুবরাজ সিং। সেই কারণে যাতে দেশের মানুষ ভালো থাকেন তাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন যুবরাজ সিং।